টানা ছুটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা অব্যা'হত রাখতে এবার নতুন প'দ্ধতিতে পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদ'প্তর। (ডিপিই)। ডিপিই বলছে, করো’নাকালে প্রাথমিকের শিক্ষার্থীদের ঘরে বসেই পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। এ বি'ষয়ে ইতোমধ্যে মৌখিকভাবে একটি নির্দেশনাও জারি করা হয়েছে। তবে প্রাথমিক স্কুলের শিক্ষকরা ডিপিইর এমন সি'দ্ধান্তে আ’পত্তি জানিয়েছেন। তারা করো’না আত'ঙ্কে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যেতে রাজি হচ্ছেন না। অনেকে লিখিত এবং মৌখিকভাবে এই সি'দ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছা’ত্রীদের লেখাপড়া অব্যা'হত রাখতে এবার শিক্ষকদের বাড়ি বাড়ি পাঠানোর কর্মসূচি নেয়া হয়েছে। নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষকরা লেখাপড়ার খোঁজ নেবেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে পাঠদানের আলোকে শিক্ষার্থীদের মূল্যায়নের ওপর প্রশ্নপত্র দিয়ে আসবেন। ছাত্রছা’ত্রীরা নিজের খাতায় উত্তর লিখে রাখবেন। পরে শিক্ষকরা তা সংগ্রহ করে মূল্যায়ন করবেন। যদিও এই উদ্যোগে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিছুর রহমান জানান, দেশের অনেক শিক্ষক করো’নায় আ’ক্রা'ন্ত হচ্ছেন। অনেক স্থানে শিক্ষার্থীরা অ’সুস্থ হয়ে পড়ছে। এই অবস্থায় শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নেয়ার কাজে আগ্রহী হবেন না। অনেক শিক্ষক টেলিফোনে এ বি'ষয়ে মৌখিক আ’পত্তি জানিয়েছেন। এ ছাড়া শিক্ষকরা তো সব শিক্ষার্থীর বাড়িও চেনেন না। তারা কিভাবে সবার বাড়ি গিয়ে পরীক্ষা নেয়ার মতো এত বড় একটি কাজ সমাধান করবেন। কাজেই সি'দ্ধান্তটি পুনর্বিবেচনারও দাবি জানান তিনি।
দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা টেলিফোনে জানিয়েছেন, করো’নার এই মহা দুর্যোগের সময়টিতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়া ঝুঁ’কিপূর্ণ। তবে কোনো কোনো শিক্ষক বলছেন, উদ্যোগটি ভালো। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় ফিরে আসার পাশাপাশি মানসিকভাবেও চা'ঙ্গা হবে। এ বি'ষয়ে প্রাথমিক শিক্ষা অধিদ'প্তরের (ডিপিই) মহাপরিচালক মোহা'ম্ম’দ ফসিউল্লাহ জানান, শিক্ষার্থীরা দীর্ঘদিন শ্রেণি কার্যক্রম থেকে বিচ্ছিন'্ন। তাদের বিকল্প প্রক্রিয়ায় পাঠদান চলছে। এখন আম’রা সেই পাঠদানের ওপর মূল্যায়ন করতে চাই। তাই বিকল্প হিসেবে এই উদ্যোগ নেয়া হচ্ছে।
Leave a Reply