সোশ্যাল মিডিয়ায় জানান দিয়ে আ’মেরিকার নিউইয়র্ক থেকে ডা. ফেরদৌস খন্দকার নামের বাংলাদেশী বংশোদ্ভূ'ত এক ডাক্তার ঢাকায় আসছেন এই খবর চাউর হয়েছে। তিনি নিউইয়র্কে বাড়ি বাড়ি গিয়ে ৬৫০ জন বা তারও বেশি করো’নাআ’ক্রা'ন্ত মানুষকে চিকিৎসা দেওয়ার নানা গল্প কাহিনীতে অনেকেই বি’ভ্রান্ত হলেও ত’দন্তে আসল ঘটনা ভিন্ন বলে তথ্য পাওয়া গেছে। ডা. ফেরদৌস এর পারিবারিক সূত্র নিশ্চিত করে যে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে পাশ করা ডাক্তার ফেরদৌস খন্দকার বাস্তব জীবনে ব'ঙ্গবন্ধুর খু’নি খন্দকার মোশতাকের আপন ভা'গ্নে এবং আরেক খু’নি কর্নেল র'শিদের খালাতো ভাই।
উচ্চাভিলাষী ডা. ফেরদৌস তারেক রহমানের আ’মেরিকান ডোনার হিসেবে সবার কাছেই পরিচিত। ফেরদৌস খন্দকার ১৯৯৮ সালে যু’ক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি মূলত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে রোগী দেখতেন। ডা. ফেরদৌস খন্দকার পড়াশুনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। ছাত্রজীবনে তিনি ছাত্রদল করতেন এবং পরে বিএনপির সক্রিয় সম’র্থক ছিলেন। এরপর আওয়ামী লীগে ভেড়ার চেষ্টা করে সফল হন তিনি।
২০১৯ সালে তিনি যু’ক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা পদ পান। তবে এ জন্য ২০ হাজার মা’র্কিন ডলার ঘু'ষ দিয়েছেন বলে অ’ভিযোগ উঠেছিল। যু’ক্তরাষ্ট্র আওয়ামী লীগে পদ পেলেও এক মাস পরে সেখানকার তৃণমূল নেতাকর্মীদের চাপে ডা. ফেরদৌস খন্দকারকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। যু’ক্তরাষ্ট্রে করো’নায় মা’রা যাওয়া বাংলাদেশিদের দা'ফন এবং করো’নাভাই’রাস চিকিৎসায় ফেসবুকে সক্রিয় দেখা গেছে ডা. ফেরদৌস খন্দকারকে। বর্তমানে তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছেন বলে জানা গেছে।
Leave a Reply