A lifeless body of a COVID19 positive man being insensitively thrown into the grave in Puducherry. Dignity denied in death. Collector orders probe. Showcase notice issued. An official shows thumbs up as a worker tells him “body has been thrown”. @ndtv pic.twitter.com/G2pzkNPwq2
— J Sam Daniel Stalin (@jsamdaniel) June 6, 2020
সরকার নির্দেশিত প'দ্ধতি যথাযথ অবলম্বন না করে অমানবিকভাবে ছুড়ে ফেলা হলো করো'নাভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা যাওয়া এক ব্যক্তির দে'হ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (সাবেক পণ্ডিচেরি) এ ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও। এরপর থেকেই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এরইমধ্যে এ ঘটনার ত'দন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) পরা চার স্বাস্থ্যকর্মী অ্যাম্বুলেন্স থেকে মর'দে'হটি বের করে আনছেন।
এরপর শেষকৃত্য স্থানে নিয়ে ছুড়ে ফেলছেন সেটি। ভিডিওতেই দেখা গেছে, ঘটনাস্থলে উপস্থিত এক কর্মকর্তার অনুমতি নিয়েই এভাবে মর'দে'হ ছুড়ে ফেলেছেন ওই চারজন। অ'ভিযোগ উঠেছে, করো'নায় মৃ'তদের দে'হ শেষকৃত্য স্থানে পৌঁছানোর ক্ষেত্রে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত বিধিও মানেননি ওই স্বাস্থ্যকর্মীরা। পলিথিনে না পেঁচিয়ে শুধু সাদা কাপড়ে ঢেকে মর'দে'হটি নিয়ে আসা হয়েছে। অথচ সংক্রমণ প্রতিরোধে করো'না রোগীরে মর'দে'হ পা থেকে মাথা পর্যন্ত পলিথিনের মুড়ে বহনের নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি মর'দে'হ অত্যন্ত ধীরেসুস্থে মাটিতে রাখারও নির্দেশনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে তার কোনোটাই মানা হয়নি। ইন্ডিয়া এগেনস্ট করাপশন নামে একটি সংস্থা বলছে, মর'দে'হের স'ঙ্গে এমন অমানবিক আচরণ ভারতীয় দ'ণ্ডবিধির ৫০০ ধা'রার পরিপন্থী। এক্ষেত্রে অ'ভিযুক্ত স্বাস্থ্যকর্মী ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত।
Leave a Reply