প্রশংসা শুনতে কার না ভালো লাগে। ভালোবাসার স’ম্পর্কে নানা ধরনের প্রশংসায় ভাসিয়ে প্রে’মিকার মন জয় করতে একটু ব্যস্তই থাকেন ছে’লেরা।
এই প্রশংসার কথাগু'লো কারো কাছে অজানা কিছু নয়, সবাই করেন। কিন্তু স’ম্পর্ক বি'ষয়ক কাউন্সিলাররা এমন কয়েকটি সাধারণ কমপ্লিমেন্টের কথা বলছেন যা প্রে’মিকাকে বলতে গেলে হিতে বিপরীত 'হতে পারে। তখন বোকা হয়ে যাব'েন আপনি। এমন ৮টি প্রশংসার বাক্য জানুন যেগু'লো আসলে স'ঙ্গিনীকে বলা উচিত নয়।
১. তোমাকে কম বয়সী দেখাচ্ছে: টিনেজ বয়স থেকে মে’য়েরা চেহারায় মেকআপ আর ফ্যাশনেবল পোশাক পড়ে ঘুরে বেড়ায় যা তাদের বয়স্ক বানিয়ে দেয়। কিন্তু বিশে পা দিয়ে তারা আরেকটু ছোট 'হতে চান। অদ্ভুত ব্যাপার হলো, এ সময় যদি তাকে বলেন যে কম বয়সী দেখাচ্ছে, তাহলে সে ভাববে যে তার নারীসুলভ দৈহিক সৌন্দর্যের ঘাটতি রয়েছে এবং আপনি তাই বোঝাচ্ছেন।
২. হাসলে তোমায় সুন্দর দেখায়: এর অর্থ কী’ দাঁড়ায়? তাহলে না হাসলে কি ভালো দেখায় না? প্রে’মিকা এই প্রশংসা বাণী এই অর্থে নিলে আপনার খবরই আছে।
৩. তোমা’র ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে: এমন প্রশংসার জবাবে প্রে’মিকা মিষ্টি হাসি দেবে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, এমন স’ম্পর্কে মে’য়েটি তার ব্যক্তিত্ব বি'ষয়ক প্রশংসার চেয়ে তাকে কতোটা সুন্দর দেখাচ্ছে বা তাকে আপনি কতোটা ভালোবাসেন তা শুনতেই বেশি পছন্দ করবে।
৪. তুমি অন্যরকম: সব মে’য়েই ভাবেন যে তারা অন্যরকম এবং সে অন্যরকম দেখেই আপনি তার প্রে’মে পড়েছেন। বরং এ কথায় তাদের ভিন্ন ধারণা হয়। তারা ভাবেন যে আপনার চোখে নিশ্চয়ই সব মে’য়েই ফা’লতু। আর মে’য়েদের স’ম্পর্কে এমন ধারণা যে ছে’লের থাকে তাকে কোনো মে’য়েই পছন্দ করেন না।
৫. তুমি একেবারে নিষ্পাপ অবুঝ: এভাবে কেউ না বললেও অনেক কথা আছে যা দিয়ে এই অর্থ করা যায়। স'ঙ্গিনীকে কচি খুকি অবুঝ বলে মনে করাটা পছন্দ করবেন না কোনো মে’য়ে। বড় হওয়ার পর সব মে’য়েই চান তার প্রে’মিক তাকে যথেষ্ট বু'দ্ধিমতি এবং স্মা’র্ট বলে মনে করুক।
৬. তুমি জানো সময়টা কী’ভাবে ভালো করা যায়: অন্য কিছু ভেবে বললেও এ কথা প্রথম যে অর্থ মে’য়েরা দাঁড় করাবে তা হলো, আপনার চোখে প্রে’মিকা অনেক সে'ক্সি এবং তিনি জানেন এসব দ্রুত কী’ভাবে শুরু করতে হয়। এ কথাকে ই'ঙ্গিতপূর্ণ বলে ধরে নেবেন প্রে’মিকা। কাজেই সাবধান!
৭. তুমি মে’য়ে হিসেবে বেশি স্মা’র্ট: ভাবছেন এ কথায় দারুণ খুশী হয়ে যাব'ে প্রে’মিকা? মোটেও নয়। বিশেষ সময়ে বিশেষ পরিবেশে তারা হয়তো এটি শুনতে পছন্দ করবেন। কিন্তু সাধারণ ডেটিংয়ে গিয়ে এ কথা বললে মেজাজ বিগড়ে যাব'ে।
৮. তোমা’র স্বাস্থ্যের উন্নতি হয়েছে: নিজের ওজন আর মুটিয়ে যাওয়ার বি'ষয়ে মে’য়েরা খুবই স্প’র্শকাতর। তাই এমন কথায় তারা ধরেই নেবেন যে, তার মোটা হওয়ার কথা বলছেন আপনি এবং তাকে মোটা দেখাচ্ছে। তাকে মনে মনে চটানোর জন্য এর চেয়ে ভালো ‘প্রশংসা বাক্য’ 'হতে পারে না। সূত্র : ইন্ডিয়া টাইমস
Leave a Reply