গ্রামের সবাই – প্রাঙ্ঘা'তি করো'না ভাইরাস মহা'মা'রিতে কমবেশি আ'ক্রা'ন্ত পৃথিবীর প্রায় প্রতিটি দেশের প্রতিটি অলিগলি। প্রত্যেক এলাকাতেই আ'ক্রা'ন্ত মানুষের পাশাপাশি সুস্থও আছেন অনেকে। কিন্তু ভারতের হিমাচাল প্রদেশের একটি গ্রামের একজন বাসিন্দা ছাড়া সবাই করো'নাভাইরাসে আ'ক্রা'ন্ত। একটি ধ'র্মীয় অনুষ্ঠানে গিয়ে তারা সবাই আ'ক্রা'ন্ত হন।






ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, করো'নাভাইরাসে ভীষণ বিপর্যস্ত হিমাচলের লাহল জে'লা। আর সেই জে'লারই একটি গ্রাম থোরাং। ভূষণ ঠাকুর (৫২) নামে এক বাসিন্দা ছাড়া সেখানকার ৪২ অধিবাসীর ৪১ জনই করো'নাভাইরাসে আ'ক্রা'ন্ত। আর এ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।
জানা যায়, গত ৩০ জুন প্রথমবারের মতো লাহলে করো'নাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। ধীরে ধীরে অনেকেই সংক্রমিত হন।
কিন্তু পুরো থোরাং গ্রামে কীভাবে সংক্রমণ ছড়াল? ভারতীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি একটি ধ'র্মীয় অনুষ্ঠানে পুরো গ্রামের মানুষ একত্রিত হয়েছিলেন। স্থানীয় প্রশাসনের দাবি, এর ফলেই গ্রামের প্রতিটি বাড়িতে করো'না ছড়িয়ে পড়ে।






তাহলে একজন কীভাবে সংক্রমণ এড়ালেন? ভূষণ নামে ওই ব্যক্তি জানান, ‘ভাগ্যক্রমেই রক্ষা পেয়েছি। বাড়ির বাকি পাঁচজনই করো'নায় আ'ক্রা'ন্ত। ওদের রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই আলাদা ঘরে থাকছি। গত চারদিন ধরে নিজেই রান্না করে খাচ্ছি। সেই স'ঙ্গে স্যানিটাইজ করা, মাস্ক পরার মতো সবধরনরে স্বাস্থ্যবিধি মেনে চলছি।’
এদিকে, ইতোমধ্যে ওই জে'লায় পর্যটকদের ঢুকতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার থেকে থোরাং গ্রামে পর্যটকদের প্রবেশে নিষে'ধাজ্ঞাও জারি করেছে প্রশাসন।