সহকর্মীর স'ঙ্গে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রামের রবি মোবাইল অ'পারেটরের কাস্টমা'র কেয়ারের এক নারী কর্মীর মৃ'ত্যু হয়েছে।
ম'ঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সানমা'র শপিং মল সংল'গ্ন এলাকায় এই দু'র্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রা'প্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া দু'র্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নি'হত এই নারী কর্মীর নাম সামাইরা স্নেহা শারমিন (২৫)।
পু'লিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আবুল কাশেম ভুঁইয়া জানান, রাতে কাস্টমা'র কেয়ার থেকে ডিউটি শেষ করে একজন সহকর্মীর মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন শারমিন। মুরাদপুর ফ্লাইওভার দিয়ে জিইসি লুপে মোটরসাইকেলটি নামা'র সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শারমিনের মৃ'ত্যু ঘটে। গু'রুতর আ'হত হয়েছেন মোটরসাইকেলের চালক পুরুষ সহকর্মীটি। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পু'লিশ ঘা'তক ট্রাকটি আট'ক করেছে।
Leave a Reply