বিভিন্ন মানুষের শরীরের গঠন ভিন্ন। আর এই শরীরের বিভিন্ন জায়গার তিল মানুষের চরিত্রকে নির্দেশ করে। তিলের অবস্থান দেখে বলে দেওয়া যায় আপনি আসলে কেমন মানুষ। শুধু তাই নয় তিল দেখে আপনার ভবি'ষ্যৎ স’ম্পর্কেও ক’ল্পনা করা যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে শরীরের কোথায় তিল থাকলে তার স্ব’ভাব চ’রিত্র কেমন হয়।
যাদের গলায় তিল থাকে তারা জ্ঞ্যানি, বিদ্যান ও সুখী হয়ে থাকেন। গলার নীচে দুপাসে তিন থাকলে তারা প্রচণ্ড ভা’গ্যশালী হয়। চোখের মধ্যে তিল থাকলে তারা দূ’রদর্শী ও বি’দ্যান হয়ে থাকেন। যাদের গালে তিল থাকে তারা দরিদ্র হয়। ডান হাতের তা’লুতে তিল থাকলে সে কর্মনিপুণ হয়। বাম হাতের তালুতে তিল থাকলে সে অসৎ ক’র্মে লি’'প্ত 'হতে পারে। উপরের ঠোঁটে তিল থাকলে তারা হয় কর্তব্যপরায়ণ।
নিচের ঠোঁটে তিল থাকলে তারা হয় ভোগী ও বিলাসী। যাদের ক’পালের বাম দিকে তিল থাকে তারা নানা রকম কু-মতলপ আঁটে। যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা ভাগ্যবান হয়ে থাকেন। ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল।বাম ভ্রুতে তিল থাকলে সে সবসময় কু-চিন্তায় লি’'প্ত থাকে। নাকের মাঝখানে তিল থাকলে তারা শান্ত ও ধীর প্রকৃতির হয়। নাকের বাম দিকে তিল থাকলে হয় 'হতভাগা। নাকের ডান দিকে তিল থাকলে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন। যাদের বুকের মধ্যে তিল থাকে তারা জ্ঞ্যানি, সাহসী ও সৌ’ভাগ্যবান হয়ে থাকেন। ‘টুঁ’টির নীচে তিল থাকলে সে হয় প্রে’মিক। কাঁধে তিল থাকলে তার প’রিশ্রমী হয়।
পেটে তিল থাকলে তারা ভোজন বিলাসী হয়। ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয়। বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয়। কানে তিল থাকলে সে বিদ্যান ও সৌভাগ্যশালী হয়। ডান উ”রুতে তিল থাকলে সা’স্থবান হয়। বাম উরুতে তিল থাকলে পরিশ্রমের দ্বারা তার উন্নতি হয়। যাদের মা’থায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়।
Leave a Reply