1. [email protected] : admi :
  2. [email protected] : admin admin : admin admin
  3. [email protected] : atayur :
  4. [email protected] : Toufiq Hassan : Toufiq Hassan
  5. [email protected] : News Reporter :
এইমাত্র পাওয়া খবর : পরিস্থিতির আরও অবনতি, মসজিদ-মন্দিরে ৬ দ’ফা নি’র্দেশনা জারি করল সরকার !
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ১২:৫৮ অপরাহ্ন

এইমাত্র পাওয়া খবর : পরিস্থিতির আরও অবনতি, মসজিদ-মন্দিরে ৬ দ’ফা নি’র্দেশনা জারি করল সরকার !

Desk Report
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১২৫ Time View

নভেল ক’রো'না ভা’ইরাসের ব্যা’পক সংক্রমণ বি’বেচনায় সারা দেশে ‘রে'ড জোন’

হিসেবে চিহ্নিত এ’লাকাগু'লোতে মসজিদ, মন্দির, গির্জা, প্যা’গোডাসহ অন্যান্য ধ'র্মীয়

উ’পাসনালয়ে ‘স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইবাদত ও উপাসনার বি'ষয়ে

নতুন করে ৬ দ’ফা নির্দেশনা জা’রি করেছে সরকার। এ’কইস'ঙ্গে কিছু ব্যক্তি ছাড়া

সং’শ্লিষ্ট সবাইকে নিজ নিজ ঘরে ইবাদত ও উপাসনার প’রামর'্শ দেয়া হয়েছে। শুক্রবার

(১৯ জুন) ধ'র্ম মন্ত্রণালয়ের এক জ’রুরি বি’জ্ঞ'প্তিতে এসকল নি’র্দেশনা দেয়া

হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, ক’রো'না ভা’ইরাসের সংক্রমণ রোধে রে'ড জোন হিসেবে

চি’হ্নিত এ’লাকাগু'লোতে মসজিদের খতিব, ইমাম, মু’য়াজ্জিন, খাদেমর'া ব্য’তীত অন্য

সকল মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আ'দায় ও জুমা'র

জামাতে অংশগ্রহণের প’রিবর্তে ঘরে জোহরের নামাজ আ’দায়ের নি’র্দেশনা দেয়া

যাচ্ছে।

রে'ড জোন এলাকাগু'লোর মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম,

মুয়াজ্জিন, খাদেমসহ ৫ ওয়াক্তের নামাজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূ’রত্ব বজায় রেখে

অনধিক ৫ জন এবং জুমা'র জামাতে অনধিক ১০ জন শরিক 'হতে পারবেন। জনস্বার্থে

বাইরের কোনও মুসল্লি ম’সজিদের ভে’তরে জামাতে অংশগ্রহণ করতে পারবেন

না।সে’ইস'ঙ্গে রে'ড জোন এলাকাগু'লোতে অন্য ধ'র্মের অ’নুসারীদেরও স্ব স্ব উপাসনালয়ে

সমবেত না হয়ে নিজ নিজ বা’সস্থানে উপাসনা করার নির্দেশ দেয়া হয়েছে। দেশের

কোথাও এখন ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তা’বলিগি তালিম বা মিলাদ

মাহফিলের আ’য়োজন করা যাব'ে না। সবাইকে ‘ব্যক্তিগতভাবে তিলাওয়াত, জি’কির,

দো’য়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মু’ক্তির প্রার্থনার পরা’মর'্শ দেয়া হয়েছে।

নি’র্দেশনায় আরও বলা হয়েছে, এই সময়ে অন্য ধ'র্মের অনুসারীরাও কোনও ধ'র্মীয় বা

সামাজিক অনুষ্ঠানের জন্য সমবেত 'হতে পারবেন না। সব ধ'র্মের মূ’লনীতির আ’লোকে

এবং জাতীয় নি’রাপত্তা রক্ষার স্বার্থে এ নি’র্দেশনা জা’রি করা হলো।বি’জ্ঞ'প্তিতে উ’ল্লিখিত

নি’র্দেশনা বা’স্তবায়নের জন্য সংশ্লিষ্ট ধ'র্মীয় প্রতিষ্ঠানসমূহের পরিচালনা ক’মিটিকে

অ’নুরোধ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, কোনও প্রতিষ্ঠানে সরকারি ‘নির্দেশনা

লং’ঘিত হলে প্রশাসন সং’শ্লিষ্ট দা’য়িত্বশীলদের বি’রু'দ্ধে আ’ইনগত ব্য’বস্থা গ্রহণ করতে

বাধ্য হবে।

সেখানে আরও বলা হয়, বিশ্বব্যাপী করো'না ভা’ইরাস ম’হা'মা'রি আ’কার ধারণ করায় ধ'র্ম

মন্ত্রণালয় কর্তৃক গত ৬ এপ্রিল বিজ্ঞ'প্তির মাধ্যমে দেশের জনসাধারণের ম’সজিদ,

ম’ন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উ’পাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ

বাসস্থানে ইবাদত বা উপাসনা করার নি’র্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে ৬ মে বিজ্ঞ'প্তির

মাধ্যমে উক্ত নি’ষেধাজ্ঞা শি’থিল করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ম’সজিদসমূহে সুস্থ

মুসল্লিদের উপস্থিতিতে জা’মায়াতে নামাজের অনুমতি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
News Bulletin © All rights reserved 2021
Develper By ITSadik.Xyz