ছাত্রটির মা'দ্রাসা বন্ধ থাকলেও মাত্র ৯ মাসে পুরো কোরআন মাজিদ মুখস্থ করেছেন ৯ বছরের এক শিশু।হাফেজ জুবায়ের নামে সেই শিশুর বয়স মাত্র ৯ বছর।
পড়াশোনা করছে ঢাকার জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহম'দ, মানিকনগর মা'দ্রাসায়।
জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসের দিকে জুবায়ের পবিত্র কোরআন মুখস্থ করতে শুরু করে।
এরপর করো'নাভাইরাসের কারণে চলতি বছরের মা'র্চ থেকে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। কিন্তু ছোট্ট জুবায়ের বসে থাকেনি, পড়াশোনা চালিয়ে গেছে বাড়িতে।
নিয়মিত শিক্ষকদের স'ঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে দিকনির্দেশনা নিয়ে গত ৫ জুন পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে ছেলেটি।
জুবায়েবের এই সফলতায় জুবায়েরের মা'দ্রাসাটির প্রি ন্সিপাল হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহম'দ বলেন , শিক্ষকের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো , যখন কোন শিক্ষার্থী সফলতা অর্জন করতে পারে।
আমা'র কাছে মনে হচ্ছে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত আমি এখন অনুভব করছি। আমা'র একজন ছাত্র করো'নাকালেও মাত্র ৯ মাসে হাফেজ হয়েছে , এতে আমি অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন , এছাড়াও কৃতজ্ঞতা জানাই হাফেজ শরিফুল ইসলামের প্রতি।
তিনি আমা'দের প্রতিষ্ঠা নে হিফজুল কোরআন বিভাগের শিক্ষক। তার অক্লান্ত মেহনত এবং প্রচেষ্টায় শিক্ষার্থীরা মা'দ্রাসার জন্য একের পর এক সফলতা বয়ে আনছে।
Leave a Reply