আর মাত্র দুদিন পর বড়পর্দায় পা রাখছেন দুই বাংলার পরিচিত অ'ভিনেত্রী ঐন্দ্রিলা সেন। রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ সিনেমায় দেখা যাব'ে তাকে। এ সিনেমায় তার বিপরীতে আছেন অঙ্কুশ।
অঙ্কুশ-ঐন্দ্রিলার জুটির প্রথম কাজ এটি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সর্ম্পকের দশ বছর পূর্ণ করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ওইদিনই বড়পর্দায় ঐন্দ্রিলার অ'ভিষেক। খুবই উত্তেজিত এ অ'ভিনেত্রী।
বর্তমানে সিনেমা'র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিনেমা'র পুরো টিম। সম্প্রতি সিনেমাটি নিয়ে কলকাতার একটি গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। কোন নায়কের স'ঙ্গে ঐন্দ্রিলার জুটি দেখতে চায় অঙ্কুশ? এমন প্রশ্নের উত্তরে এ অ'ভিনেতা বলেন, ‘কোনো একজনের নাম বলা মুশকিল! যেহেতু ফ্রেশ মুখ, তাই কোনো নতুন নায়কের স'ঙ্গে ওর জুটি দেখতে মন্দ লাগবে না।’
অঙ্কুশের স'ঙ্গে কোন নায়িকাকে দেখতে চান ঐন্দ্রিলা? জানতে চাইলে অ'ভিনেত্রী বলেন, ‘আমা'র মনে হয় অঙ্কুশের স'ঙ্গে মাহিয়া মাহির জুটিই সেরা। বাকি সিনেমাগু'লোতে অঙ্কুশকে নায়িকার ভাই মনে হয়েছে। যদিও সেই ছবিগু'লোর নাম বলা যাব'ে না। হা হা হা।
মাহির স'ঙ্গে জুটিব'দ্ধ হয়ে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমাটি করেছেন অঙ্কুশ। জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিজের যৌ'থ প্রযোজনায় এ সিনেমাটি পরিচালনা করেছিলেন অশোক পাতি। ২০১৫ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশে এবং ২৩ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
Leave a Reply