আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বা’স্থ্যমন্ত্রী মোহা'ম্ম'দ নাসিমের
মৃ’ত্যুরপর কটূক্তির অ’ভিযোগে বিভিন্ন ব্যক্তিদের নামে ডিজিটাল সিকিউরিটি আ’ইনে
একাধিক ব্যক্তিকে গ্রে'ফতার করা হয়েছে। গ্রে'ফতার হওয়া ব্যক্তিদের মু’ক্তি দেওয়ার
আহবান জা’নিয়েছেন মোহা'ম্ম'দ নাসিমের পুত্রবধূ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা
সুলতানা চৌধুরী। এই আ’ইনের বিপক্ষে তার অবস্থানের কথাও তুলে ধ’রেছেন তিনি।
ফেসবুকে ২০ জুন তিনি এ বি'ষয়ে একটি পোস্ট দেন। এতে তিনি লিখেছেন:
ভীষণ মনোঃকষ্ট নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম নিজের বাবার অ'পমানে। তাতে গণতন্ত্র
ব্যা'হত হয়েছে। তারপর আমি নিজে চোখটা ব’ন্ধ করে অনেকক্ষণ ভাবলাম যে বাবা
থাকলে কি ক’রতেন। উত্তরটা পেয়ে গেলাম। তিনি হাসতেন, বলতেন ক্ষ’মা ক’রতে।
গ্রে'ফতার বা শাস্তি কিছুই চাইতেন না। এরকমই মানুষ ছিলেন তিনি। আমি নিজেও
কখনো পারিবারিক কিছু কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিনি। একটা ছবি
পর্যন্ত না। নিজে ১৩ দিন আইসিইউতে ছিলাম।
বাবাকে হারালাম। তারপর এসব নিষ্ঠুর আচরণ। তাই উত্তেজিত হয়ে পড়েছিলাম।
কোনো শাস্তি বা মা’মলা আম’রা চাই না। এই আ’ইনের বি’রু'দ্ধে আমি নিজেও দাঁড়িয়েছি।
আর কোনো দলকানা মানুষও আমি নই। বাবা তাঁর শেষ সময় পর্যন্ত দেশের জন্যে কাজ
করেছেন।
তারপরও যদি তাঁর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তাঁকে ক্ষ’মা করবেন। কন্যা
হিসেবে আমি দোয়া চাই ওনার জন্যে। হিং'সা বিদ্বেষ কখনো ভালো কিছু 'হতে দেয় না।
সকল শিক্ষক মু’ক্তি পান, ভালো থাকুন। গণতন্ত্রের পক্ষে লড়াই করা মানুষটা যেনো
জান্নাতবাসী হোন। আমাকেও ক্ষ’মা করবেন সাময়িক উত্তেজনার জন্যে। আমিও যেনো
আমা’র সীমিত সামর'্থ্য মানুষের পাশে থাকতে পারি। ভালো থাকবেন আপনারা।
Leave a Reply