সুশান্ত সিং রাজপুতের আ'ত্মহ'ত্যায় পিছনে প্ররোচনার অ'ভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ গড়ে উঠেছিল মুম্বাই, গু'জরাটের কিছু অংশে। অনেকেই এই প্ররোচনার সাথে জুড়ে দিতে চেয়েছিলেন বলিউডের নেপোটিজমের প্রস'ঙ্গটি। সেক্ষেত্রে আঙুল উঠেছিল বলিউডের প্রভাবশালী কিছু তারকার উপর। সেই তালিকাতেই ছিলেন সালমান খান এবং তাঁর ভাই আরবাজ খান।
সেই সূত্রেই সালমান খানের বাড়ির সামনে আজ বিক্ষোভ দেখিয়েছেন সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা। শুধুমাত্র বাড়ির সামনেই নয়, পটনায় বিইং হিউম্যান স্টোরের সামনেও বিক্ষোভ দেখায় সুশান্তের একদল ভক্ত। ‘সালমান মুর্দাবাদ’ দাবিতে বিইং হিউম্যান স্টোর বন্ধ করে দেওয়ার জন্য বিক্ষোভ করেন তাঁরা। যদিও এই খবর প্রকাশ্যে আসার স'ঙ্গে স'ঙ্গেই তত্পরতা দেখিয়েছে মুম্বই পু'লিশ। শীর্ষ পু'লিশ কর্তাদের সাথেও এই ব্যাপারে কথা বলার জন্য আশ্বা'স দিয়েছেন বান্দ্রা পু'লিশ।
অন্যদিকে, সলমন খান অনুরাগীদের কটাক্ষ করে অ'ভিনব কাশ্যপের ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। পোস্টে খানেদের সমস্ত সম্পত্তি বাজেয়া'প্ত করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলে সমালোচনার মুখে পড়তে হয়েছে দাবাং পরিচালককে।
Leave a Reply