ভুয়া করো'না পরীক্ষার জমজমাট ব্যবসায় হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল একটি এনজিও। রাজধানীতে দিনভর অ'ভিযান চালিয়ে সংস্থাটির ৬ কর্মীকে আট'ক করেছে পু'লিশ। তাদের কাছ থেকে ভুয়া রিপোর্টসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
করো'না মহা'মা'রী সামলাতে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানকেই দেয়া হয়েছে নমুনা পরীক্ষার অনুমোদন। সেই সুযোগেই রাজধানীতে জমজমাট ব্যবসা ফেঁদে বসেছিল এক এনজিও। কোভিড পরীক্ষার জন্য বাসা থেকে নমুনা সংগ্রহ করে ফেলে দেয়া 'হতো। এরপর বাসায় বসেই ভুয়া রিপোর্ট বানিয়ে নেয়া 'হতো অন্তত ৫ হাজার টাকা করে।
অ'ভিযোগের পেয়ে দু’জনকে গ্রে'ফতারের পর ম'ঙ্গলবার দিনভর অ'ভিযান চালায় পু'লিশ। জানা যায়, এনজিওটি বিনা পয়সায় নমুনা সংগ্রহে আইইডিসিআরের অনুমোদন নেয়। টাকা নেয়ার অ'ভিযোগ উঠলে অনুমোদন বাতিল হয়ে যায়।
যদিও অ'ভিযোগ অস্বীকার করেছে এনজিওর কর্মকর্তারা। এক কর্মকর্তা বলেন, আমর'া বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করি না। যারা করে তাদের লাইসেন্স আমর'া বাতিল করেছি। এ ঘটনায় নমুনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট তৈরির সরঞ্জামসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
Leave a Reply