ব্রাজিল-আর্জেন্টিনা খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।নতুন খবর হচ্ছে, ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা উঠেছিল ফাইনালে। প্রানপন লড়াই করেও সেই ফাইনালে জার্মানীর কাছে হেরে স্বপ্ন ভ'ঙ্গ হয় তাদের।
এরপর দুটি ধস্তা'ধস্তি আমেরিকাতে টানা ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু প্রতিবারই তাদের জম'দূত হয়ে আসে চিলি। দুইবারই চিলির কাছে হারতে হয় মেসিকে। এবার আরও একবার ফাইনাল। এই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল। ল্যাতিনের দুই পরাশক্তির লড়াই। এবার কো’পা কি মেসির হবে?
নেইমা'রের দ্বিতীয় নাকি মেসির প্রথম ধস্তা'ধস্তি আমেরিকা ২০২১ এর ফাইনালে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। আগামী ১১ তারিখে এই দুই ল্যাতিন পরাশক্তির লড়াই দেখবে ফুটবল বিশ্ব। তবে এই দুই দলের লড়াই কেবল মাঠের লড়াই নয়, একই স'ঙ্গে ঐতিহ্যের লড়াই, লড়াই অহংকারের।
সেই অহংকারের লড়াইয়ের স'ঙ্গে এবার যুক্ত ‘'হতে যাচ্ছে ল্যাতিনের সেরা তারকার খেতাবের লড়াই। এই দুই দলের লড়াইয়ে আরও একবার মুখোমুখি 'হতে দেখা যাব'ে সাবেক দুই সতীর্থ মেসি এবং নেইমা'রের। তবে ১১ তারিখে ধস্তা'ধস্তির ফাইনালের আগে চ্যাম্পিয়ন দলের ভবি'ষ্যৎদ্বাণী করলো বিখ্যাত জ্যোতিষ বিড়াল অ্যাকিলিস। অ্যাকিলিসের মতে এবারে ধস্তা'ধস্তি আমেরিকার চ্যাম্পিয়ন হবে মেসির আর্জেন্টিনা।
Leave a Reply