করো'না সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা দেশের চার জে'লার সাতটি এলাকাকে রে'ড জোন ঘোষণা করেছে সরকার। নির্ধারিত ওই এলাকাসমূহে সাধারণ ছুটির আদেশ দেয়া
হয়েছে। ম'ঙ্গলবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কক্সবাজার, মাগু'রা, খুলনা ও হবিগঞ্জের সাতটি রে'ড জোনে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জা’রি করে।
এতে বলা হয়, ‘সংক্রা'মক রো’গ (প্র’তিরোধ, নিয়’ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধা'রায় প্রদত্ত ক্ষমতাপ্রা'প্ত কর্তৃপক্ষ করো'না সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রোগের
চলমান ঝুঁ’কি বিবেচনায় জন-চলাচল/জীবনযাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যে এই এলাকাগু'লোকে রে'ড জোন ঘোষণা করায় জনপ্রশাসন মন্ত্রণালয় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে।
এ ছুটির মধ্যে সা'প্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে। আদেশ অনুযায়ী এসব এলাকায় ২৪ জুন থেকে সাধারণ ছুটি থাকবে। রে'ড জোনের মেয়াদ হবে ঘোষণার তারিখ থেকে ২১
দিন।আদেশে বলা হয়েছে, ‘লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-
সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিব'দ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান
ও সংস্থায় কর্মর'ত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি
প্রযোজ্য হবে।আরও পড়ুন…..বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা আগেই করো'নাভা”ইরাসে আ’ক্রা'ন্ত হয়েছেন। এবার আ'ক্রা'ন্ত হলেন তার ছোট ভাই মোরসালিন।
মাশরাফির মামা নাহিদুর রহমান ম'ঙ্গলবার রাতে যুগান্তরকে বলেন, মাশরাফির ছোট ভাই মোরসালিনও করো'নাভাইরাসে আ'ক্রা'ন্ত। করোনা টেস্টে তারও পজিটিভ এসেছে।
তবে পরিবারের বাকি সবাই ভালো আছে।এক প্রশ্নের জবাবে নাহিদুর রহমান বলেন, মাশরাফির অবস্থা এখন আলহা'ম'দুলিল্লাহ ভালো আছে। তার পরিবারের সবাই সুস্থ
আছে। মাশরাফি করো'না আ'ক্রা'ন্ত হওয়ার তার ছেলে সাহেল ও মেয়ে হু’মায়রাকে আমা'র বাসায় রাখা হয়েছে। তারা সুস্থ আছে।
Leave a Reply