বাসার লোকজন কে নিজের বিয়ের কথা বুঝাতে গিয়ে ডাবল খাট কু'পিয়ে কে'টে ফেললো কুমিল্লার সিফাত।এই ঘটনা ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজে'লার বুড়ং বুড়ং গ্রামে। বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বাসার কারোর ই তার বিয়ে নিয়ে কোন ভাবনা নেই। সবাই দিব্যি যে যার মতো ঘুরছে ফিরছে। ইনিয়ে বিনিয়ে বারবার বিয়ের কথা বললেও পরিবারের লোকজন সে কথা অগাহ্য করেছে। কেউ তো বুঝেও না বুঝার ভান ধরছে।
কিন্তু সিফাতের বয়সকে তো আর বেঁধে রাখতে পারছে না।কিভাবে বেধে রাখবে বয়স তো গরু নয়। আর সিফাত ও তো জয়া আহসান নয় বয়স বাড়বে না। মহা মুশকিল থেকে বাঁচতে সিফাত নিজেই একটা পদ'ক্ষেপ নেয়। সিফাত ঘু'ম থেকে উঠে নিজের বিছানার ডাবল খাট করাত দিয়ে কা'টা শুরু করে দেয়।নতুন খাট কা'টা দেখে সিফাতের মা দৌড়ে আসেন। ‘খাট কাটছিস কেন?’ এমন প্রশ্নে সিফাত বলে আম্মা এত বড় খাট দিয়ে করবো। আমি তো একা ঘু'মাই।তাই শুধু শুধু অ'পচয় হবে তাই কে'টে ফেলছি।
সিফাতের বিয়ের মতলব বুঝতে পেরে তার মা ঝাঁটা দিয়ে দৌড়ে বাড়ি থেকে বের করে দেন সিফাতকে। বন্ধু বান্ধবের বাসায় আশ্রয় না পেয়ে সিফাত এখন নি:স্ব ভাবে রাস্তায় ঘুরছে। সিফাত কে এই নিয়ে প্রশ্ন করা হলে সে আমা'দের রিপোর্টারকে জড়িয়ে ধরে কেদে ফেলেন। এবং আমা'দের সাথে কুমিল্লায় পায়ে হেটে রওনা দেন। আমর'া হাংকি পাংকি বুঝিয়ে তাকে সেখানে রেখে কে'টে পড়ি।
Leave a Reply