বাংলাদেশ সরকার ঘোষিত ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আওতায় বাংলাদেশ সে’নাবাহিনীতে এফকে-৩ স্যাম সিস্টেম সংযোজনের পরিকল্পনা রয়েছে।
বিভিন্ন সম’রাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনী সেই ইচ্ছা প্রকাশ করেছে।বাংলাদেশ সেনাবাহিনী ২০১৮ সালে বর্তমানে এফ.এম-৯০ স্যাম সিস্টেমকে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (SHORAD) হিসেবে প্রতিষ্ঠা করেছে।
বর্তমানে এফ.এম-৯০সি ভেরিয়েন্টের স্যাম সিস্টেমগু'লো FM-90 স্যাম সিস্টেমের সর্বশেষ এবং আধুনিকতম সংযোজন। এরই মধ্যে সুইজারল্যান্ড নির্মিত জিডিএফ-০০৯ সিস্টেম এবং চীনা ম্যানপ্যাড সিস্টেমের চালান হাতে পেয়েছে সেনাবাহিনী।
এফকে-৩ স্যাম সিস্টেম মুলত ২০১৪ সালে চীনা আন্তর্জাতিক এভিয়েশিন এবং এরোস্পেস এক্সিবিশনে সর্বপ্রথম প্রকাশ্যে আনা হয়। এটির এক্সপোর্ট ভেরিয়েন্টের রেঞ্জ ১০০-১১০ কিমি। যা মুলত বিভিন্ন ফাইটার এয়ারক্রা'ফট,ড্রোন,ক্রুজ এবং ট্যাটকিলার মিসাইলের বিরু'দ্ধে কার্যকর ভুমিকা রাখতে পারে।
Leave a Reply