শৌভিক বাগ:অনেক অ'ভিমান, অনেক গ্লানি নিয়ে পৃথিবী ছেড়েছেন সুশান্ত। পারেননি কঠিন বাস্তবের কুঠারাঘা'ত সহ্য করে, লড়াই করে বেঁচে থাকতে। পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাঁর আকস্মিক এই হঠকারী সি'দ্ধান্ত কাঁদিয়েছে আপামর' জনসাধারণকে। তাঁর স্মিত হাসিটাকে মিস করছেন প্রতিটি মানুষ। ২০১৩ সালে বড়ো পর্দায় প্রথম পা রেখেছিলেন এই সদাহাস্যময় মহান মনের মানুষটি। তাঁর কেরিয়ারের দিকটিও খুব একটা অনুজ্জ্বল ছিলোনা। অনেক সংগ্রাম করে সাফল্যের মুখ দেখেছিলেন তিনি। তাঁর বেশীরভাগ সিনেমাতেই জীবনের জয়গান গাওয়া হয়েছে। কিন্তু এই মানুষটিই হেরে গেলেন তাঁর জীবনের সংগ্রামে।
এই প্রতিভাবান নায়কের অবিবেচনাপ্রসূত সি'দ্ধান্ত কেউই মেনে নিতে পারছেন না। বলিউডের অভ্যন্তরে তাঁর মৃ’ত্যু’তে বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে। সৃষ্টি হচ্ছে নিত্য নতুন বিতর্কের। প্রতিদিনই সুশান্তের অতীতের নানান স্মৃ'তিবিজড়িত ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আবেগে ভাসছেন ভারতের কোটি কোটি মানুষ। বড্ড প্রিয় ছিলেন এই মানুষটি সকলের কাছেই। তাঁর আ’ত্ম’হ’ত্যা’র বি'ষয়টি এখনো মেনে নিতে পারছেন না অনেকেই।
সুশান্তের মধ্যে বহু’মুখী প্রতিভার উন্মেষ ঘটেছিলো। তাঁর মধ্যে যে যে প্রতিভার দেখা মিলেছিলো তাতে তিনি যে কোনো তাবড় তাবড় নায়কদের থেকেও যোগ্যতার মাপকাঠি তে ছিলেন অনেকটাই ঊর্ধে। সুন্দর নাচতে পারতেন তিনি। তাঁর অ'ভিনীত অনেক সিনেমাতেই তাঁর সুন্দর সৃজনশীল নৃত্য আমর'া প্রত্যক্ষ করেছি। অ'ভিনয়েও তিনি ছিলেন সমান পারদর্শী। শারীরিক গঠনশৈলী ছিলো তাঁর অনবদ্য। জিমের প্রতি তাঁর অগাধ টান ছিলো। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে তাঁকে দুটি হাতেই পেন ধরে সমান তালে লিখতে দেখা গিয়েছে।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুশান্তের আরও একটি প্রতিভার দিক। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সুশান্ত মাইক্রোফোনে মুখ লাগিয়ে সুন্দরভাবে গজল গাইছেন। তাঁর সুরও বেশ অনবদ্য। অর্থাৎ গানটাও তিনি ভালোই গাইতে পারতেন। নানান প্রতিভার ছটা ছিলো এই সদাহাস্যময় মানুষটির মধ্যে। পড়াশোনাতেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। এইভাবে নিজেকে শেষ না করে দিলে হয়তো ভবি'ষ্যতে অনেক সাফল্যের চূড়ায় আসীন 'হতে পারতেন এই অ'ভিনেতা।
Leave a Reply