ভারতের দিল্লির বু'দ্ধ বিহার এলাকায় একটি জিমে এক তরুণী দলব'দ্ধধ'র্ষণের শিকার হয়েছেন বলে অ'ভিযোগ উঠেছে।
দিল্লি পু'লিশ জানিয়েছে, গত বৃহস্পতিবারের ওই ঘটনায় গতকাল শুক্রবার তিন জনকে গ্রে''প্তার করা হয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। পু'লিশ জানায়—২১ বছর বয়সি এক তরুণীকে নি'র্যাতন, হু’মকিসহ ধ'র্ষণ করে ১৭ বছর বয়সি এক কিশোরসহ তিন জন। তাদের মধ্যে একজন ওই তরুণীর নিয়োগকর্তা।
গতকাল শুক্রবার অ'ভিযুক্ত তিন জনকে গ্রে''প্তার করে পু'লিশ। পু'লিশ জানিয়েছে, কিশোরকে পাশের রাজ্য থেকে গ্রে''প্তার করা হয়। পু'লিশ জানিয়েছে, গ্রে''প্তার করা দুই প্রা'প্তবয়স্ক ব্যক্তি হলেন—জিমের ৩৯ বছর বয়সি মালিক এবং একটি কারখানার ৩৫ বছর বয়সি মালিক।
পু'লিশ জানিয়েছে, গ্রে''প্তার করা কারখানা মালিকের অধীনে কাজ করতেন ভুক্তভোগী তরুণী। দিল্লি পু'লিশের ডেপুটি কমিশনার (রোহিনী) প্রণব তায়াল বলেন, তিন অ'ভিযুক্তের বিরু'দ্ধে ভারতীয় দ'ণ্ডবিধির ৩৭৬ডি, ৫০৯, ৩২৩ এবং ৫০৬ ধা'রার অধীনে গণধ'র্ষণ, যৌ'ন হয়রানি, আ'ক্রমণ এবং অ'পরাধমূলক ভয় দেখানোর পরিপ্রেক্ষিতে মা'মলা নথিভুক্ত করা হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী তরুণী স্বামীকে স'ঙ্গে নিয়ে পু'লিশের কাছে গত বৃহস্পতিবার অ'ভিযোগ করে মা'মলা দায়ের করেন। তরুণী অ'ভিযোগ করেন, তাঁর বস এবং আরও দুজন তাঁকে ধ'র্ষণ করার পর হু’মকি দিয়েছে যে, তিনি যদি পু'লিশে যান, তাহলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে।
ভুক্তভোগী অ'ভিযোগে জানান, গত বৃহস্পতিবার কারখানায় কাজ শেষে বাড়ি ফিরলে তাঁর বস তাঁকে জিমে আসতে বলেন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের জন্য। তাঁর বস জানান, জিমটি তাঁর বন্ধুর। সেখানে যেতেই জিমের দরজা বন্ধ করে তরুণীর ওপর চড়াও হয় তিন জন এবং ধ'র্ষণের শিকার হন তরুণী।
Leave a Reply