গোপালগঞ্জ সদর উপজে'লায় আট' বছরের এক প্রতিব'ন্ধী শিশুকে ধ'র্ষণের অ'ভিযোগ উঠেছে রইচ খান নামের এক যুবকের বিরু'দ্ধে। বুধবার (২৪ জুন) এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি ধ'র্ষণ মা'মলা দায়ের করেন।
শিশুটির মা জানান, তিনি গ্রামের মধ্যে একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। গত ২৩ জুন সকাল ৬টার দিকে প্রতিব'ন্ধী মেয়েটিকে ঘরে রেখে কর্মস্থলে চলে যান। এসময় বখাটে যুবক রইচ খান (৩৩) তার মেয়েকে ঘর থেকে পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধ'র্ষণ করে পালিয়ে যান।
তিনি আরও জানান, তিনি কর্মস্থল থেকে ফিরে মেয়ের কাছে এ ঘটনার বর্ণনা শুনে পু'লিশকে জানান। পরের দিন তিনি বাদী হয়ে রইচকে আ'সামি করে গোপালগঞ্জ থানায় একটি ধ'র্ষণ মা'মলা দায়ের করেন।
মা'মলার ত'দন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জের গোপীনাথপুর পু'লিশ ফাঁ'ড়ির উপপরিদর্শক (এসআই) গো'লাম কিবরিয়া জানান, “২৩ জুন রাতে খবর পেয়ে আমর'া ওই শিশুটিকে উ'দ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি। ইতোমধ্যে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বলেন, “পরীক্ষার পর প্রাথমিকভাবে ধ'র্ষণের আলামত পাওয়া গেছে। আমর'া দ্রুত এ রিপোর্ট দিয়ে দেব।”
গোপীনাথপুর পু'লিশ ফাঁ'ড়ির পরিদর্শক মো. আবু নাঈম বলেন, “এ ঘটনায় অ'ভিযুক্ত রইচকে গ্রে'ফতারে অ'ভিযান অব্যা'হত রয়েছে।”
Leave a Reply