প'র্নোগ্রাফি মা'মলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ণব পালকে গ্রে''প্তার করেছে পু'লিশ।






শুক্রবার (২৫ মা'র্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রে''প্তার করা হয়। মা'মলা সূত্রে জানা যায়, বিয়ের প্র'লোভন দেখিয়ে মা'মলার বাদীর স'ঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অর্ণব। পরে বিয়ের জন্য চাপ দিলে ওই






নারীর বিভিন্ন সময়ে ধারণ করা অন্তর'ঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হু’মকি দেয় অর্ণব। এ ঘটনায় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ওই নারী বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় প'র্নোগ্রাফি আইনে মা'মলা করেন।






পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার মোহা'ম্ম'দ আজাদ বলেন, ‘রাজধানীর খিলক্ষেত থানায় প'র্নোগ্রাফি আইনে দায়েরকৃত মা'মলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক অর্ণব পালকে গ্রে''প্তার করা হয়েছে।’