সৌদির আরব এর বর্তমান পরিস্থিতি অনেক খারাপ।
———————————————-
🇧🇩হাজার লোক অসহায় হয়ে পড়ছে কাজ পাচ্ছে না!
সকল বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ করছি
১০০% পার্সেন্ট সত্যি এ কথাটা সৌদির আরবের মানুষ এমনভাবে কষ্ট পাচ্ছে কাজের জন্য হাজার হাজার লোক অসহায় হয়ে পড়ছে কাজ পাচ্ছে না।
দয়াকরে বাংলাদেশীদের উদ্দেশ্যে বলছি,সৌদির আরবের অবস্থা অনেক খারাপ দয়া করে আপনারা দেশে থেকেই কাজ করেন তাতে কোন সমস্যা নেই।
🇧🇩কাজের চাহিদার চেয়ে মানুষের চাহিদার চার গু'ণ বেড়ে গেছে…
সৌদি এত লোক এসেছে আসতেছে দেশে থেকে কোনো ভাবেই বোঝা যায় না এ দেশের অবস্থা।এদেশের কাজের চাহিদার চেয়ে মানুষের চাহিদার চার গু'ণ বেড়ে গেছে।
🇧🇩এখানে এসে কা'ঙ্গাল হয়ে যাচ্ছে এটাই সত্যি কথা ভাই।
সৌদি মানুষ ঢুকতে দিচ্ছে যে এই কারণে যে তাদের অনেক লাভবান হচ্ছে। কিন্তু যারা আসছে তারা এখানে এসে কা'ঙ্গাল হয়ে যাচ্ছে এটাই সত্যি।
🇧🇩সবাইকে বিনীত অনুরোধ করে বলছি আপনারা এই দেশে আসবেন না। বর্তমানে এখানে কাজের খুব অভাব।
প্রতিদিন কয়েক শত লোক মেসেজ দেয় কাজের জন্য।
🇧🇩ভাতের বিনিময়েও কাজ মিলছে না ভাই।
যারা এদেশে এসে পড়ছে তারা ভাতের বিনিময় কাজের সন্ধান করছে তার পরেও কাজ মিলছে না।
এরপরেও যদি আপনারা আসেন তাহলে কিছু করার নেই আসার পরে এই ম্যাসেজটার কথা মনে পড়বে।
আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ রিজিকের দান করুক। আল্লাহ সকল প্রবাসী ভাইদের সাহায্য করুন।
-(Copy-Post)-
Leave a Reply