উপসাগরীয় দেশ সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, যদি কোন প্রতিষ্ঠানের মালিকের কম্পিউটার সার্ভিস বন্ধ হয়ে যায়, তারপরেও তার অধীনে থাকা প্রবাসী কর্মীরা নিজেদের
ইকামা নবায়ন করতে পারবেন। এ বি'ষয়ে জাওয়াজাত জানিয়েছেন, একজন সৌদি নাগরিক জানতে চাচ্ছিলেন যে তার কম্পিউটার সার্ভিস সা;সপেন্ড রয়েছে, এই অবস্থায় তিনি তার অধীনে কর্মর'ত প্রবাসী কর্মীর
ইকামা নবায়ন করতে পারবেন কিনা। জাওয়াজাত জানিয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানের মালিকের ডিজিটাল সার্ভিস সা’সপে’ন্ডেড থাকলেও তার অধীনে কর্মর'ত প্রবাসী কর্মীরা তাদের ইকামা নবায়ন করতে পারবেন।
এবশের প্লাটফর্ম থেকে নিজেদের ইকামা নবায়ন করতে পারবেন প্রবাসী কর্মীরা।এবশের প্লাটফর্ম থেকে নিজেদের ইকামা নবায়ন করতে পারবেন প্রবাসী কর্মীরা।
Leave a Reply