ঢাকার বোট ক্লাবে অ'ভিনেত্রী পরীমণিকে ধ'র্ষণ ও হ'ত্যাচেষ্টার অ'ভিযোগে করা মা'মলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরু'দ্ধে অ'ভিযোগ গঠন (চার্জ গঠন)
বি'ষয়ে আদেশের জন্য বুধবার (১৮ মে) দিন ধার্য রয়েছে। এ বি'ষয়ে আদেশ দিবেন ঢাকার নারী ও শিশু নি'র্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন।
এর আগে গত ১৯ এপ্রিল বিচারক হেমায়েত উদ্দিনের আ'দালতে এ অ'ভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। অ'ভিনেত্রী পরীমনি দাবি করেছেন, গত বছরের ১৪ জুন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি এবং আরও কয়েকজন তাকে যৌ'ন হয়রানি করেছেন।
নাসির, অমি এবং তাদের সহযোগী শাহ শহিদুল আলমের বিরু'দ্ধে ধ'র্ষণ ও হ'ত্যাচেষ্টার মা'মলায় অ'ভিযোগ গঠনের সমর'্থনে আ'দালতে তিনি এই দাবি করেন।
প্রস'ঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নি'র্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জশিট গ্রহণ করেন। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মা'মলার ত'দন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ'দালতে নাসিরসহ তিনজনের বিরু'দ্ধে চার্জশিট জমা দেন।
ইম'দাদ/সাএ
Leave a Reply