রোববার (১৫ মে) সকালে ভারতীয় বাংলা টেলিভিশনের অ'ভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত মর'দে'হ উ'দ্ধার করা হয়। প্রেমিকের স'ঙ্গে তিনি যে ফ্ল্যাটে থাকতেন সেখান থেকেই তাকে মৃ'ত অবস্থায় উ'দ্ধার করা হয়।
পল্লবীর আকস্মিক মৃ'ত্যুর খবরে শোকা'হত তার সহকর্মীরা। ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই অ'ভিনেত্রী পল্লবী দে’র মৃ'ত্যুর ঘটনায় মা'দকযোগের তথ্য পেয়েছে পু'লিশ। এই তারকার মৃ'ত্যুর রহস্য এখনও উদঘাটন হয়নি। তবে তাকে ঘিরে প্রতিনিয়ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
কলকাতার অ'ভিনেত্রী পল্লবী দে’র মৃ'ত্যুর পর তার প্রেমিক সা'গ্নিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে আট'ক করে পু'লিশ। তারা নিজেদের বিবাহিত পরিচয় দিয়ে গড়ফার গা'ঙ্গু'লি বাগানের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। অ'ভিনেত্রী শুটিংয়ে গেলে ওই ফ্ল্যাটে অন্য মেয়েকে আনতেন তার প্রেমিক। এমনকি কয়েক মাস আগে গো'পনে বিয়েও করেছেন সা'গ্নিক-এমনটাই দাবি করেছেন পল্লবীর বাবা।
ম'ঙ্গলবার (১৭ মে) মৃ'ত্যৃর ঘটনায় দায়ের করা মা'মলায় গ্রে''প্তার হলেন সা'গ্নিক চক্রবর্তী। তাকে গ্রে''প্তার করে পু'লিশ। পল্লবীকে মা'রধরের অ'ভিযোগ এনে তার বাবার দাবি, সা'গ্নিক আমা'র মেয়েকে মা'রধর করত। পল্লবীর অনেক বন্ধুই সে রকম চিহ্ন দেখে ব্যাপারটা আমাকে জানিয়েছে। আমর'াও মেয়ের শরীরে দাগ দেখেছি। এদিকে পল্লবী দে’র মৃ'ত্যু রহস্যে নতুন মোড় এসেছে। তিনি যার স'ঙ্গে লিভ-ইন করতেন, সেই প্রেমিক সা'গ্নিক চক্রবর্তীর নামে হ'ত্যা মা'মলা দায়ের করে পল্লবীর পরিবার।
কলকাতার হাওড়ার জগাছা থানা এলাকার বিবেকভিলের বাসিন্দা সা'গ্নিক। বিগত কয়েক বছর ধরে প্রেমিকা পল্লবী দে’র স'ঙ্গে গড়ফার ফ্ল্যাটেই লিভ ইন করতেন। রোববার তিনিই প্রথম পল্লবীর ঝুলন্ত দে'হ দেখতে পান। পু'লিশকে দেওয়া জিজ্ঞাসাবাদে সা'গ্নিক জানান, সিগারেট খেতে বাইরে গিয়েছিলেন তিনি। ফিরে পল্লবীর ঝুলন্ত দে'হ দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে পল্লবীকে মৃ'ত বলে ঘোষণা করা হয়।
এ ঘটনার পর সা'গ্নিককে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে পু'লিশ। তার ফোনও বাজেয়া'প্ত করা হয়। শোনা গেছে, সা'গ্নিকের বিয়ে হয়েছিল। আর সেই রেজিস্ট্রিতে নাকি পল্লবীর সইও ছিল।
আশরাফুল/সাএ
Leave a Reply