পু'লিশের হাঁটু দিয়ে গলা চেপে ধ’রার ভিডিও ভাইরাল যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণা'ঙ্গের গলায় পু'লিশ হাঁটু দিয়ে চেপে ধরে হ’ত্যার ঘটনায় উত্তাল দেশটি।
সারা দুনিয়াতেই ওই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এরমধ্যেই ভারতের রাজস্থান পু'লিশের একটি ভিডিও সামনে এসেছে। যা নিয়ে এরই মধ্যে তুমুল হইচই শুরু হয়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে কিছু সময়ের জন্য এক ব্যক্তিকে হাঁটু দিয়ে রাস্তার স'ঙ্গে গলা চেপে ধরে রাখতে দেখা গেছে এক পু'লিশ সদস্যকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে,
পু'লিশ দাবি করেছে, বৃহস্পতিবার (৪ জুন) মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করায় বাধা দিলে পু'লিশের ওপর হা'মলা করে বসেন মুকেশ কুমা'র প্রজাপতি। তাকে নিয়ন্ত্রণ করতেই পরে ওই পু'লিশ সদস্যরা অ্যাকশনে যান।জোধপুর পু'লিশের ডিসিপি (ওয়েস্ট) প্রিতি চন্দ্র বলেছেন, পু'লিশ আ'ত্মর'ক্ষার জন্যই এটা করেছে।
পু'লিশ জানিয়েছে, বৃহস্পতিবার মুকেশ কুমা'র মাস্ক না পরেই বাইরে ঘোরাফেরা করছিল। ওই সময় এক পু'লিশ কনস্টেবল তার ছবি তোলেন। পরে তার কাছে গিয়ে মাস্ক না পরার কারণ জানতে চান ওই দুই পু'লিশ সদস্য। ওই সময় মুকেশ তাদের চোখে থুতু দেয়ার হু’মকি দেন। এসময় তারা নিকটে থাকা পু'লিশ জিপ ডাকলে মুকেশ তাদের চড়-থাপ্পড় এবং কিল ঘু'ষি মা'রতে শুরু করেন। পু'লিশের দাবি, মুকেশের হা’মলার ভিডিও তাদের কাছে আছে।
Leave a Reply