খুলনায় করো'না আ'ক্রা'ন্ত স্ত্রীকে নিয়ে উধাও স্বামী খুলনার দাকো'পের কৌলা'শগঞ্জ ইউনিয়নের ধোপাদী গ্রামে পারভীন বেগম (৩০) নামের এক করো'না আ'ক্রা'ন্ত নারীকে নিয়ে পালিয়েছেন তার স্বামী হাসেম আলী সানা।
আবার তাদের পরিবারের লোকজন লকডাউন সঠিক ভাবে মানছেন না। এতে চরম ভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন ধোপাদী গ্রামের বাসিন্দারা। কৌলা'শগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ং ওয়ার্ড সসদ্য বি'ষ্ণুপদ মিস্ত্রী বলেন, গত কয়েকদিন আগে হাসেম আলী সানা (ডাক নাম হাসান) ঢাকা থেকে এসেছিল। আমি জানতে পেরে চেয়ারম্যানের অনুমতি নিয়ে গত সোমবার তাকে কোয়ারেন্টিনে থাকতে বলি।
এছাড়া হাসেমকে করো'না টেস্ট করতেও বলি। তবে হাসেম বলে সে ঢাকা থেকে করো'না টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট পেয়েছে। কিন্তু আমা'দের সেই রিপোর্ট দেখায়নি। ম'ঙ্গলবার বিকেলে উপজে'লা নির্বাহী কর্মকর্তা ফোন করে জানান ধোপাদী গ্রামে পারভীন বেগমের করো'না রিপোর্ট পজিটিভ এসেছে। তখন খোঁজ নিয়ে জানতে পারি হাসেম ঢাকা থেকে এসে তার স্ত্রী পারভিনকে উপজে'লা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিলেন নমুনা পরীক্ষার জন্য।
Leave a Reply