তথ্য গো'পন করে করো'নাভাইরাস নিয়ে ইতালিতে প্রবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় দেশটিতে নতুন করে অনেকে সংক্রমিত হচ্ছেন বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। এতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলাদেশের।
প্রাণঘা'তী করো'না ভাইরাস মোকাবিলায় যখন পুরো বিশ্ব লড়ছে, তখন করো'নায় আ'ক্রা'ন্ত অনেক প্রবাসী বাংলাদেশি তথ্য গো'পন করে বিশেষ ফ্লাইটে ইতালিতে ফিরছেন। এতে নতুন করে সংক্রমিত হচ্ছেন অনেকে।
সম্প্রতি বাংলাদেশ থেকে রোমে আসা কোভিড উনিশে আ'ক্রা'ন্ত এক প্রবাসীর মাধ্যমে তার বাসার আরো চারজন সংক্রমিত হন। এ অবস্থায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে না মানায় অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে পু'লিশ।
ইতালি ফেরত এক আ'ক্রা'ন্ত প্রবাসী বাংলাদেশি রেস্তোরায় কাজ করায় ওই মালিকের দুটি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে প্রশাসন।
বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে এ পর্যন্ত এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরেছেন। জুলাইয়ের প্রথম স'প্তাহে আরও ৬শ’ বাংলাদেশির ইতালি ফেরার কথা রয়েছে।
তবে, বাংলাদেশে আট'কে পড়া প্রবাসীদের মধ্যে যাদের স্টেপারমিটের মেয়াদউত্তীর্ণ হয়েছে, তাদেরকে রি-এন্ট্রি ভিসা নিয়ে ফিরতে হবে। ইতালিতে কোভিড নাইন্টিনে আ'ক্রা'ন্ত হয়ে এ পর্যন্ত মৃ'তের সংখ্যা ৩৪ হাজার ৭’শ ছাড়িয়েছে।
Leave a Reply