করো'নাভাইরাস কাটিয়ে প্রেক্ষাগৃহে হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘হাওয়া’। ইতোমধ্যে অনেকগু'লো সিনেমা মুক্তি পেয়েছে, অ'পেক্ষায় আছে আরও বেশকিছু সিনেমা। এ বছরের বহুল প্রতিক্ষিত সিনেমা'র মধ্যে একটি ‘হাওয়া’।
গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘হাওয়া’-র ট্রেইলার ম'ঙ্গলবার (৭ জুন) ম'ঙ্গলবার প্রকাশিত হয়েছে। মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে আট'কে পড়া আট'জন মাঝি মাল্লা এবং
এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার, ‘হাওয়া’ চলচ্চিত্রটি মূলত একালের রূপকথা। রূপকথা নির্ভর চলচ্চিত্রের প্রচলিত এই ফর্মটি সিনেমা'র পর্দায় নতুন আ'ঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা।
মেজবাউর রহমান সুমনের কাহিনী এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।
এতে অ'ভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামর'ুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ স'ঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের স'ঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। অচিরেই চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। নির্মাণ ও প্রযোজনা সংস্থার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে চলচ্চিত্রটি দেশ এবং দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
Leave a Reply