রাখি সাওয়ান্ত ঠিক করে ফেলেছেন। বিয়ে তিনি আর করছেন না! বরং নতুন বয়ফ্রেন্ড আদিলের স'ঙ্গে দিব্যি আছেন। সম্প্রতি রাখি সাওয়ান্ত তাঁর প্রাক্তন স্বামীর বিরু'দ্ধে পু'লিশে অ'ভিযোগ দায়ের করেছেন।
রাখির দাবি, তাঁর প্রাক্তন স্বামী রীতেশ, রাখির সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক করেছেন। বয়ফ্রেন্ড আদিলকে স'ঙ্গে নিয়ে পু'লিশের কাছে এসেছিলেন রাখি।
সেখানেই সংবাদমাধ্যমকে রাখি জানান, ‘বিয়ে করার আর দরকার নেই। আদিলের স'ঙ্গে খুব ভাল আছি। একস'ঙ্গে রয়েছি। বেকার বিয়ে করব কেন!’ অন্যদিকে, সংবাদমাধ্যমে রাখির প্রাক্তন স্বামী জানালেন, ৯০ লক্ষ টাকার গাড়ি উপহার না দেওয়ায় সম্পর্ক ত্যাগ করেন নাকি রাখি!
বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) খোদ নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁ'স করেছিলেন প্রেমিকের নাম আদিল খান ডুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়। প্রেমিককে পাশে নিয়ে ভিডি এবং ছবিও আপলোড করলেন রাখি। আর সেখানেই তিনি জানিয়ে ছিলেন এই নতুন প্রেমের কথা।
[আরও পড়ুন: নিশ্চিন্তে পিঠখোলা পোশাক পরুন, নারীদের বিশেষ পরামর'্শ স্বস্তিকার]
খবরে থাকতে বরাবরই রাখি নানারকম চমক দিয়ে থাকেন। এই যেমন, বিগ বস ১৫-র সময় রাখি হঠাৎই জানিয়ে দেন, তিনি রীতেশ নামের এক ব্যক্তির স'ঙ্গে বিয়ের সম্পর্কে আব'দ্ধ।
এই রীতেশ নাকি থাকেন কানাডাতে। রীতেশের রয়েছে স্ত্রী ও সন্তানও। তবুও নাকি রাখির স'ঙ্গে বিয়ে করেছেন তিনি। এমনকী, এই রীতেশকে রাখি নিয়ে এসেছিলেন বিগবসের ঘরেও। রীতেশকে দেখে, সলমন বলেছিলেন, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন! সেই নিয়েও বিগ বসের অন্দরে হয়েছিল শোরগোল।
Rakhi Sawant in legal trouble
কেরিয়ারের শুরু থেকেই রাখি একেবারেই ঠোঁটকা'টা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অ'ভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি।
এই সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন স্তনের সাইজ বড় হলেই নাকি বলিউডে সুযোগ ঘটে। যা নিয়ে শোরগোল শুরু হয়েছিল বলিপাড়ায়। আর এবার রাখি প্রেমের খবর ফাঁ'স করে সবার নজর কাড়তে চাইছেন বলেই মনে করছেন অনেকে।
Leave a Reply