সম্প্রতি সময়ে ওমর' সানি ও জায়েদ খানের চড়-পি'স্তল কাণ্ড দেশজুড়ে আলোচনার শীর্ষে। শনিবার (১১ জুন) রাত থেকেই মিডিয়াপাড়ায় এ ঘটনা নিয়ে আলোচনার শেষ নেই।
এই নিয়ে শিল্পী সমিতিতে এসে লিখিত অ'ভিযোগ করেছেন ওমর' সানি। সেখানে তিনি জায়েদের বিরু'দ্ধে সংসার ভাঙার অ'ভিযোগ আনেন। কিন্তু সেই অ'ভিযোগকে সম্পুর্ন অস্বীকার করেছেন মৌসুমী।
সম্প্রতি গনমাধ্যমে পাঠানো মৌসুমী এক অডিও বার্তায় বলেন, ‘আমাকে এই ছোট করার মধ্যে আমর'া যাকে অনেক শ্র'দ্ধা করে আসছি আমা'দের ওমর' সানী
ভাই তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমা'র স'ঙ্গে কোনো সমস্যা থাকলে সেটা আমা'র স'ঙ্গেই সলভ করবে। ’
তবে এই ভাই ডাকা প্রস'ঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। শুধু তা-ই নয়, এই একটি শব্দ মৌসুমী ও ওমর' সানীর সম্পর্কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ভাই ডাকা প্রস'ঙ্গে ওমর' সানী একটি অনলাইন গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমী তার স্বামীকে কেন ভাই ডাকছে, সে ভালো বলতে পারবে; আমি জানি না। আমি
তাকে অসম্মান করে কিছু বলতে চাই না। তার প্রতি সম্মান রেখেই কথা বলতে চাই। ’ আপনারা এখন একস'ঙ্গে থাকছেন কি না―ওমর' সানী বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, একস'ঙ্গে থাকব না কেন, একই ছাদের নিচে আছি আমর'া। আমা'র বাসায় ১১টি সিসিটিভি আছে…ফুটেজ চাইলে সব দেখাব।
ওমর' সানী বলেন, ‘সে যা বলেছে, কী ভেবে বলেছে আই ডোন্ট নো। এ বি'ষয়টি নিয়ে কিছুদিন ধরে একটু দূরত্ব তো চলছিল। কিন্তু আপনারা ভালো জানবেন,
ফোন রেকর্ড অনুযায়ী তার সাথে আমা'র ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলব না। কারণ সে স্টিল নাও আমা'র স্ত্রী। ’ সানী বলেন, ‘আমা'র সন্তানের মা। একটা কথা বলতে চাই, আমি কী বলেছি না বলেছি সম্পূর্ণ আমা'র ছেলে ফারদিন, আমা'র মেয়ে ফাইজা জানে।
আমা'দের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে মৌসুমীকে ডিস্টার্ব করেছে। ফারদিন বলুক আর ফাইজা বলুক তাদের মায়ের সম্পর্কে। আমা'র ছেলে-মেয়েরা কথা বলুক এ বি'ষয়গু'লো নিয়ে। তারা যা সি'দ্ধান্ত নেবে সেটাই হবে। আমি কিছু বলতে চাই না। ’
প্রস'ঙ্গত, শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি কনভেনশন হলে চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর' সানী ও জায়েদ খানের মধ্যে এক অ'প্রীতিকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়, ওমর' সানী সবার সামনে হঠাৎ করেই জায়েদ খানকে চড় মেরে বসেন। জায়েদ নাকি মৌসুমীর স'ঙ্গে দুর্ব্যবহার করেছেন। এজন্য ক্ষি'প্ত হয়ে তিনি তাকে চড় মেরে বসেন। জায়েদ খানও নাকি পি'স্তল বের করে ওমর' সানীকে গু'লি করার হু’মকি দেন। বিয়ের অনুষ্ঠানে এমন কণ্ডে অনেকে 'হতবাক হয়েছেন। এদিকে, এই অ'ভিযোগ অস্বীকার করেন জায়েদ খান।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ
Leave a Reply