1. [email protected] : admi :
  2. [email protected] : admin admin : admin admin
  3. [email protected] : atayur :
  4. [email protected] : Author :
  5. [email protected] : Toufiq Hassan : Toufiq Hassan
  6. [email protected] : News Reporter :
আমাকে নিয়ে কাজ করার মতো কে আছে: বাঁধন
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২, ০৩:১৯ অপরাহ্ন

আমাকে নিয়ে কাজ করার মতো কে আছে: বাঁধন

Desk Report
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৭ Time View

দেশ ছাড়িয়ে দেশের বাইরে একের পর এক সাফল্য। শুধু সাফল্য বললেও ভুল হবে, কারণ একজন

তারকার জন্য সেরা অ'ভিনেত্রীর পুরস্কার তার জন্য অনেক অড় অর্জনও বটে। তার অ'ভিনয়

নিয়ে কম বেশি সবাই এখন জানেন। বাংলাদেশের সবার মুখে মুখে তার নাম। তিনি হলেন আজমেরি হক বাঁধন।

গতবছর কান উৎসব ছিল বাংলাদেশিদের জন্য বাঁধনময়। তার ছবি ‘রেহানা মর'িয়ম নূর’ নিয়ে এখনও আলোচনায় তিনি।

পাচ্ছেন একাধিক সম্মাননা। সর্বশেষ নিউইয়র্কের মোমা-তে নিজের ছবির প্রদর্শনী হলো। সাম্প্রতিক নানা অনুস'ঙ্গে এক জাতীয় দৈনিকের স'ঙ্গে কথা বলেছেন এই অ'ভিনেত্রী। সাক্ষাৎকারটি তুলে ধ’রা হলো-

প্রশ্ন: বর্তমান কাজের ব্যস্ত নিয়ে জানতে চাই—

বাঁধন: আপাতত নতুন কোনো কাজের খবর নেই। তবে সামনের মাসে স্পেনে অনুষ্ঠিব্য একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেবো।

সেখানে ‘রেহানা মর'িয়ম নূর’ প্রদর্শিত হবে। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারে দুটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। যেটার আপডেট হয়তো শিগগিরই পাওয়া যাব'ে।

প্রশ্ন: ‘রেহানা মর'িয়ম নূর’-এর এত সাফল্যের পরও আপনার নতুন সিনেমা'র ঘোষণা পাচ্ছি না কেন?

বাঁধন: নতুন কাজের অফার পাচ্ছি না, বি'ষয়টি তেমন না। আমি আসলে না বুঝে কোনো কাজ করতে চাই না। তবে খারাপ লাগে এটা ভেবে যে,

কার স'ঙ্গে কাজ করব বা আমাকে নিয়ে কাজ করার মতো কে আছে! বর্তমানে হাতে কোনো কাজ না থাকলেও কাজ করার জন্য মর'িয়া হয়ে যাচ্ছি বি'ষয়টি তেমনও না।

কারণ আমি জানি দেশের প্রেক্ষাপটে নারী প্রধান গল্প বা আমাকে টানে এমন গল্প পাওয়া আকাশের চাঁদ পাওয়ার মতো। যদিও আমি আশাবাদী শিগগিরই হয়তো মনে রাখার মতো কাজে যুক্ত 'হতে পারব।

প্রশ্ন: কান উৎসবের গত আসরে আপনার অংশগ্রহণ ছিল দেশের চলচ্চিত্রের জন্য অত্যন্ত গৌরবের। অনেকেই ভেবেছিলেন অ্যাডভাইজার বা দর্শক হিসেবে এবারের আসরে আপনার দেখা মিলবে। কিন্তু এবারের আসরে আপনার কেন যাওয়া হয়নি?

বাঁধন: প্রতিবছরই কান উৎসবে দেশের কেউ না কেউ যাচ্ছেন। এর আগে তৌকীর ভাই, অমিতাভ ভাই, জয়া আপু,

বিপাসা আপু’সহ অনেকেই কান উৎসবে গেছেন। এবার শুভ, তিশা, অনন্ত জলিল, বর্ষাও গেছেন। অনেক সিনেমা'র ট্রেলার সেখানে দেখানো হয়েছে। তবে আমা'দের আগে বুঝতে হবে,

এমনিতে ট্রেলার প্রকাশ করতে যাওয়া এবং অফিসিয়াল সিলেকশন হয়ে যাওয়ার মাঝে বিরাট পার্থক্য রয়েছে। সেই জায়গা থেকে বলবো, এবার আমা'র তো ট্রেলার প্রকাশ করার মতো কোনো সিনেমা নেই। তাছাড়া আমি নির্মাতা বা প্রযোজকও নই।

প্রশ্ন: নিশ্চয় এবারের উৎসবটিরও নিয়মিত খোঁজখবর রাখছেন। ‘মুজিব’সহ ৩টি সিনেমা'র ট্রেলারও উৎসবে প্রকাশিত হয়েছে। এবারের আসরের সার্বিক বি'ষয় নিয়ে আপনি কী মন্তব্য করবেন?

বাঁধন: এ রকম ট্রেলার লঞ্চ আগেও হয়েছে। তবে এতে বিশ্বের অনেকেই বাংলাদেশি সিনেমা সম্পর্কে জানতে পারছেন।

এছাড়া বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু এ বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে রয়েছেন। এটা সত্যি অনেক গর্বের বি'ষয় আমা'দের জন্য।

প্রশ্ন: সম্প্রতি একটি হিন্দি সিনেমা'র কাজ শেষ করেছেন। সিনেমা কবে পর্দায় আসবে?

বাঁধন: এরইমধ্যে সিনেমাটি কাজ খুব ভালোভাবেই শেষ করেছি। সিনেমাটি চলতি বছরই মুক্তি কথা রয়েছে।

প্রশ্ন: বিশাল ভরদ্বাজের মতো নির্মাতার স'ঙ্গে কাজের অ'ভিজ্ঞতা কেমন ছিল?

বাঁধন: ভীষণ ভালো লেগেছে যে, ওনার মতো একজন নির্মাতার স'ঙ্গে কাজ করতে পেরেছি। কলকাতার প্রোডাকশনের স'ঙ্গে কাজের অ'ভিজ্ঞতা তেমন ভালো না হলেও বোম্বের অ'ভিজ্ঞতা খুবই ভালো। যা সারাজীবন মনে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
News Bulletin © All rights reserved 2021
Develper By ITSadik.Xyz