চিত্রনায়ক ইমন ও জাকিয়া বারী মম দুজনের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল ইমপ্রেস
টেলিফিল্মের ছবি ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে। ২০০৭ সালে ছবি মুক্তি পর তাদের আর একস'ঙ্গে বড়পর্দায় পাওয়া যায়নি।
ইমন বড়পর্দায় মনোযোগী ছিলেন, অন্যদিকে মম টুক টাক বড়পর্দায় কাজ করলেও নিয়মিত
ছিলেন টিভি নাটকে। দীর্ঘ ১৫ বছর এই জুটি আবার বড় পর্দায় হাজির হচ্ছেন ‘আগামীকাল’ ছবির মাধ্যমে।
৩ জুন ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ‘দারুচিনি দ্বীপ’
ছিল আমা'দের দুজনের প্রথম ছবি। তবে ‘আগামীকাল’-এ দর্শক আমা'দের অন্যভাবে দেখতে পাবেন। গল্পের প্রয়োজনে আমা'দের চরিত্রগু'লো এগিয়েছে।
এদিকে, ঈদে মুক্তিপ্রা'প্ত ‘গলুই’, ‘বিদ্রোহী’, ‘শান’ ছবিগু'লো দিয়ে সিনেমা'র দর্শকদের হলমুখী 'হতে দেখা গেছে। পরবর্তীতে ‘পাপ পুণ্য’ পাচ্ছে দর্শক প্রশংসা।
সিনেমা হল মালিকরা চাইছেন, ভালো ছবি মুক্তির ধা'রাবাহকিতা অব্যা'হত রাখতে হবে তাহলে দর্শক নিয়মিত হলমুখী হবে।
চিত্রনায়ক ইমনের দাবি, ভালো ছবি মুক্তির ধা'রাবাহিকতা রাখতেই তার ‘আগামীকাল’ মুক্তি পাচ্ছে আগামী ৩ জুন।
পরিচালনা করেন টিভি নাটকের সুপরিচিত নির্মাতা অঞ্জন আইচ। ইমন ছাড়াও অন্যান্য চরিত্রে অ'ভিনয় করেন টুটুল চৌধুরী,
জাকিয়া বারী মম, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম তারেক স্বপন প্রমুখ।
ইমন বলেন, ২০১৯ সালে ঈদে সুপারস্টার শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবি দিয়ে সিনেমা দর্শকের কাছ থেকে তুমুল সাড়া পেয়েছিলাম। ‘আগামীকাল’ নিয়েও আমা'র প্রত্যাশা কম নয়। কোভিডের কারণে এর মধ্যে আমা'র ভালো ছবিগু'লো মুক্তি পায়নি। অনেকগু'লো কাজ করেছি। ‘আগামীকাল’ দিয়ে সেইসব ছবি মুক্তি শুরু হচ্ছে। একে একে অন্য ছবিগু'লো মুক্তি পাবে।
নায়ক ইমন আরও বলেন, সবকিছু কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরছি। শেষ থেকে আবার সব শুরু হয়। আমা'দের সিনেমাও আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। ঈদে তার প্রমাণ পেয়েছি। সামনে সিনেমাগু'লো মুক্তি পেলে অবশ্যই দারুণ কিছু হবে। আমা'দের ইন্ডাস্ট্রি আবার জমজমাট 'হতে শুরু করেছে। আমি সবসময় আশাবাদী মানুষ। সামনে ভালো কিছু দেখতে পাচ্ছি।
Leave a Reply