বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অ'ভিনেতা সালমান শাহ হ'ত্যাকাণ্ডের শিকার হননি,
তিনি পারিবারিক কলহের জেরে আ'ত্মহ'ত্যা করেছিলেন বলে জানিয়েছে ত'দন্ত সংস্থা পিবিআই।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এ মা'মলার ত'দন্ত প্রতিবেদন
তুলে ধরে এমন তথ্য জানান পু'লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমা'র মজুম'দার।
সেখানে বলা হয়েছে ব্রিফিংয়ে সালমান হ'ত্যায় ঘুরে ফিরে নায়িকা শাবনূরের প্রস'ঙ্গ আসে। সালমানের স্ত্রী সামিরার উ'দ্ধৃতি দিয়ে পিবিআই জানিয়েছে,
শাবনূরের স'ঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর সালমান তাকে বিয়েও করতে চেয়েছিলেন। সেসব নিয়েই স্ত্রী সামিরার স'ঙ্গে ঝামেলা তৈরি হয়েছিলো।
যার কারণে আবেগের বশবর্তী হয়ে আ'ত্মহ'ত্যার পথ বেছে নেন সালমান।
এদিকে পিবিআইয়ের এই প্রতিবেদনের বিরু'দ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অ'ভিনেত্রী শাবনূর। তিনি বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখান থেকে গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
শাবনূর বলেছেন, ‘কেন এখানে আমা'র নাম জড়ানো হচ্ছে জানিনা। সালমান যদি আ'ত্মহ'ত্যাও করে, তাহলে আমা'র কারণে কেন করবে!
একজন মৃ'ত মানুষের স'ঙ্গে আমাকে জড়িয়ে কথা বলাটা খুব বিশ্রী মনে হয়েছে। যারা আমা'র নাম জড়াচ্ছেন বা জড়ানোর চেষ্টা করছেন আমি তার ঘোর বিরোধিতা করছি।
আমি সবসময় যা বলেছি এখনো তাই বলবো, সালমান শুধুই আমা'র নায়কই ছিল। এর বাইরে সে আমাকে তার ছোটবোনের মতো আদর করতো। তাকে আমি ভাইয়ের মতো শ্র'দ্ধা করতাম।’
একজন মৃ'ত মানুষকে নিয়ে এত বছর পর এরকম বিশ্রী কথা বলার মনমানসিকতা খুব খারাপ দাবি করে শাবনূর আরও বলেন, ‘সালমানের স্ত্রীর স'ঙ্গেও আমা'র একটা ভালো সম্পর্ক ছিল।
সালমানের স্ত্রী সব সময় আমা'দের স'ঙ্গেই থাকত। প্রেমের সম্পর্কের কিছু একটা যদি 'হতো, এটা তখন সবাই বুঝতে পারত।’
Leave a Reply