শীতের শেষে চলে এসেছে বসন্ত। গত দুই দিন ধরেই বসন্ত উদযাপন করেছে বাংলাদেশ।
বাদ নেই তারকারা'ও। হালের আলোচিত তারকা দম্পতি সৃজিত মুখার্জী আর রাফিয়াত
র'শিদ মিথিলা সোশ্যাল সাইটে নিজেদের বসন্ত বরণের ছবি পোস্ট করেছেন।
মিথিলার পোস্টে এক বাংলাদেশি ব্যক্তির কমেন্ট দেখে বেশ চটেই গেছেন সৃজিত। সেখানে তাহসানকে ‘হ্যান্ডসাম’
আর সৃজিতকে ‘বুড়ো’ বলা হয়েছে। সোশ্যাল সাইটে টুইটারে নিজেদের যুগলব'ন্দি ছবি পোস্ট করে ক্যাপশনে অনুপম রায়ের জনপ্রিয় গান ‘বসন্ত এসে গেছে’র চার লাইন দিয়েছেন মিথিলা।
কমেন্টবক্সে বাংলাদেশি এক ব্যক্তি লিখেছেন, ‘তাহসান এর মতো হ্যান্ডসাম বয় ছেড়ে দিয়ে ওল্ড বয় কে ধরছে।’
এতেই চটে গেছেন সৃজিত। সেই কমেন্ট রিটুইট করে তিনি লিখেছেন, ‘আমি জানি। রোজ আয়না দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারির জন্য টাকা জমাচ্ছি!
এই যুগেও বহু মানুষের মাঝে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াচাড়া করার বাজে স্বভাব আছে। সৃজিত-মিথিলা
দম্পতিও এই মানুষগু'লোর নোং'রা স্বভাবের শিকার। সোশ্যাল সাইটে এরাই যাচ্ছেতাই ভাষায় সৃজিত-মিথিলাকে আ'ক্রমণ করে থাকে।
সৃজিতের ওই রিটুইটের কমেন্টবক্সে মিথিলা হাসির ইমো দিয়েছেন। এছাড়া ভক্তরা অনেক কমেন্ট করেছেন। শুভম আহমেদ যেমন লিখেছেন,
‘দরকার কী সবকিছু উত্তর দেওয়ার? আপনাদের জন্য ভালোবাসা।’ মধুরা লিখেছেন, ‘মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রল করা কি আর বন্ধ করবে না এরা?
উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের স'ঙ্গে মিথিলার বিয়ে হয়। ১১ বছর পর তাদের সুখের সংসারে ভাঙন ধরে।
২০১৭ সালের জুলাই মাসে উভয়ের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় তাদের। এর পর গত বছরের ৬ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির স'ঙ্গে দ্বিতীয় দাম্পত্য শুরু করেন মিথিলা।
এটা তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম।
Leave a Reply