মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জেসিয়া ইসলাম।
২০১৭ সালে তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী হয়েছিলেন। মিস ওয়ার্ল্ডের মূল প্রতিযোগিতায় সেরা ৪০-এ স্থান পেয়েছিলেন তিনি।
প্রতিযোগিতা থেকে ফেরার পরই সালমান মুক্তাদিরের স'ঙ্গে প্রেমের বি'ষয়টি সামনে আসে।
দু’জনেই খোলাখুলিভাবে কথা বলেন। একই রে'ডিও স্টেশনে গিয়ে তারা প্রকাশ্যেই প্রেমের বি'ষয়টি পরিষ্কার করেন। এরই মধ্যে তাদের অনেক অন্তর'ঙ্গ ছবি ভাইরাল হয়।
সম্প্রতি গভীর রাতে সালমানের বাড়ির গেটে গিয়ে ধাক্কাধাক্কি ও ইট নি'ক্ষেপের পর নতুন করে আলোচনায় এসেছেন এ জুটি।
ওই রাতের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তারা। রাতে সালমানের বাসার বিপরীত বাসা থেকে ধারণকৃত একটি ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল হইচই ফেলে দেয়।
জেসিয়ার ওই আচরণ নিয়ে কথা হয়েছে দুই পরিবারের মধ্যেও। সালমানের মা জেসিয়ার মায়ের স'ঙ্গে কথা বলেছেন।
জেসিয়া জানান, সালমান আমা'র বিশ্বা'সের স'ঙ্গে প্রতারণা করেছে। আমা'র সম্পর্ককে অসম্মান করেছে, অমর'্যাদা দিয়েছে। আমা'র মা–ও তাই জানিয়ে দিয়েছে।
এদিকে ওই রাতের ঘটনায় জেসিয়ার ওপর ক্ষু'ব্ধ হয়েছেন সালমানের মা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জেসিয়া আমা'র ছেলের ভালো বন্ধু এমনটাই জানতাম।
আমা'দের বাসায় যাওয়া–আসা ছিল। কিন্তু হঠাৎ সেদিনের আচরণ আমা'দের কাছে ছিল একেবারে অচেনা। আমা'র ছেলে সালমান ও মেয়ের বন্ধুরা টেলিভিশন দেখছিল। হঠাৎ জেসিয়ার শব্দ শুনি।
এত রাতে তার আসার খবরে ঘাবড়ে যাই। এভাবে কোনো মেয়ে ভাঙচুর করতে পারে না। আমর'া ভালো দেখে হয়তো বি'ষয়টাতে বেশি জটিলতা করিনি। চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারতাম।’
তবে জেসিয়া ইসলাম বলেন, ‘আমা'দের প্রেমের সম্পর্কের বয়স দেড় বছরের। সালমান কিছুদিন ধরে আমা'র কাছে কিছু বি'ষয় লুকাচ্ছিল।
ঘটনার দিন সালমান আমা'র স'ঙ্গে সালমান একটা বি'ষয়ে মিথ্যা বলে। আমি বি'ষয়টি বুঝতে পেরে ওর বাসায় যেতে বাধ্য হই। সে ভাবতে পারেনি, এত রাতে আমি যাব'। কিন্তু আমা'র আর কোনো উপায় ছিল না।’
Leave a Reply