প্রথমবার একস'ঙ্গে কাজ করেছেন ঢালিউডের তরুণ নায়ক শান্ত খান এবং টলিউডের মিষ্টি নায়িকা
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শামীম আহমেদ রনি পরিচালিত ও শাপলা মিডিয়া প্রযোজিত প্রযোজিত এ জুটির
‘বিক্ষোভ’ সিনেমাটি আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে।সিনেমাটি প্রস'ঙ্গে শান্ত বলেন, সিনেমাটিতে
আমি ছাত্রের চরিত্রে অ'ভিনয় করেছি। এতে দেখানো হবে, আমর'া সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমা'র স'ঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।’
শান্ত আরো বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে বেশ কিছুদিন অ'ভিনয়ের ওপর প্র'শিক্ষণ নিয়েছিলাম
প্রয়াত অ'ভিনেতা সাদেক বাচ্চু আ'ঙ্কেলের কাছে। তখনো সারা দেশে ছাত্র আন্দোলনের রেশ কাটেনি। আমি ইউটিউব দেখে ছাত্রদের মিছিলসহ নানা
মুভমেন্ট আ'ত্মস্থ করেছি। পরিচালক রনি ভাইও আমাকে সহযোগিতা করেছেন। শ্রাবন্তীর কথা না বললেই নয়, সহশিল্পী হিসেবে তার তুলনা হয় না।
আমা'র স'ঙ্গে শুটিংয়ের আগে প্রতিটি দৃশ্য নিয়ে আলোচনা করতো। বেশ সুবিধা 'হতো আমা'র। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’
‘বিক্ষোভ’ ছবিতে শান্ত খানকে ছাত্র এবং শ্রাবন্তীকে শিক্ষকের ভূমিকায় অ'ভিনয় করেছেন। ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেম-রসায়ণ দেখা যাব'ে।
সিনেমা'র গল্প এগিয়ে যাব'ে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে।শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অ'ভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, সাদেক বাচ্চু, শুভশ্রী কর, রজতাভ দত্ত, সাবেরী আলমসহ অনেকে।
Leave a Reply