তরুণ নির্মাতা সৈকত নাসিরের নতুন আকর্ষণ ‘তালা'শ’। এই সিনেমায় জুটি বেঁধেছেন শবনম বুবলি ও নবাগত আদর আজাদ।
সিনেমাটি আগামী ১৭ জুন সারা দেশে মুক্তি পাবে। সবাইকে পেক্ষাগৃহে গিয়ে এই সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন বুবলী ও আজাদ।
১৪ জুন রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সবাইকে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়ে বুবলী বলেন,
‘অনেকদিন পর প্রিয় মানুষদের একস'ঙ্গে পেয়ে ভালো লাগছে। সৈকত নাসির ভাই খুব ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছেন।
‘তালা'শ’র নায়রা চরিত্রটি আমা'র খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা।
যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক লাভার তাদের জন্য এই সিনেমা।’
আদর আজাদকে নিয়ে এই নায়িকা বলেন, ‘আদর আজাদ খুব মন দিয়ে সিনেমাটিতে অ'ভিনয় করেছেন।
এরই মধ্যে তার অ'ভিনীত সুমন চরিত্রটি দর্শকের কাছে পৌঁছে গেছে। পুরো সিনেমা দেখতে হলে প্রেক্ষাগৃহে আসতে হবে।’
অনুষ্ঠানে সিনেমা'র অন্যান্য শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন,
পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, মোস্তাফিজুর রহমান মানিক, আসাদ জামান প্রমুখ।
ঢাকা/রাহাত
Leave a Reply