বেশকিছু ধা'রাবাহিক নাট’কের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অ’ভিনেত্রী রুনা খান। মিডিয়া পাড়ায়
স্পষ্টভাষী বলে পরিচিত এ অ’ভিনেত্রী। সরাসরি কথা বলতে পছন্দ করেন। এবার
জানালেন বিয়ের আগে দু’জনের স'ঙ্গে প্রে’ম করেছেন তিনি।
শুধু তাই নয় বেশ কিছু বি'ষয়ে খোলামেলা জবাব দিয়েছেন এ অ’ভিনেত্রী।
রুনা খান বলেন, বিয়ের আগে শোবিজের দু’জনের স'ঙ্গে প্রে’ম করেছি। ২০০৯ সালে ৩রা এপ্রিল এক মাস ২৭ দিন প্রে’ম করেই বিয়ে করি।
রুনা খান
এ অ’ভিনেত্রী বলেন, টিভি মিডিয়াতে কেউ কাউকে রেপ করে না। নারী পুরুষের কেমিস্ট্রি চিরদিনের। এখানে যে কেউ কাউকে চাইতে পারে, চাওয়াটা অ’প’রাধ না। বি'ষয়টি নির্ভর করবে যাকে চাইবে তার ওপর।
তিনি বলেন, আপনি নিজেকে সঁপে দিবেন কিনা সেটা আপনার একান্ত বি'ষয়।
এ নিয়ে আবার ঢালাওভাবে পুরুষদের দোষারোপ করবো সেটিতে আমি বিশ্বা’সী না। আমি বিশ্বা’স করি, এখানে ভালো থাকা’টা পুরোটা নিজের ওপর নির্ভর করে।
ছোটপর্দার বাইরে এ অ’ভিনেত্রী চলচ্চিত্রেও অ’ভিনয় করেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘সা'পলুডু’ চলচ্চিত্রে। এর আগে ‘কালো মেঘের ভেলা’, ‘ছিট’কিনি’, ‘হালদা’, ‘গহিন বালুচর’ সিনেমায় অ’ভিনয় করেছেন তিনি।
Leave a Reply