মৌসুমির সম্মানে নির্বাচন থেকে সরে গেলেন- নির্বাচনী হাওয়া বইছে এফডিসি প্রা'ঙ্গণে । বাংলাদেশ
চলচ্চিত্র'শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে । তারকারা' তাই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ।
নির্বাচনে আবারো অংশ নেবে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। অন্যদিকে প্রথমবারের মতো সভাপতি
পদে নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী। এদিকে মৌসুমীর প্যানেলে সাধারণ সম্পাদক পদে লড়তে যাচ্ছেন ডিএ তায়েব। এমনটাই নিশ্চিত করেন তারা।
কোনো নারী অ'ভিনয় শিল্পী সমিতির ইতিহাসে এর আগে সভাপতি প্রার্থী হননি। এবার যেন নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মৌসুমী।
অন্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন জায়েদ থাকবেন।
শুরুতে জানা যায়, শাকিব খান সভাপতি পদে নির্বাচন করবেন এবার এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন তায়েব।
কিন্তু পরে জানা গেছে, মৌসুমী নির্বাচন করছেন বলে এবার নির্বাচনে অংশ নেবেন না তিনি। মৌসুমী-তায়েব প্যানেলের জন্য শুভেচ্ছা জানান শাকিব খান।
এ প্রস'ঙ্গে তায়েব বলেন, ‘মৌসুমী আপার সম্মানে শাকিব খান এবার নির্বাচন করছেন না। শাকিব ভাই আমা'দের শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে মৌসুমী আপার স'ঙ্গে নির্বাচন করাটা আমা'র জন্য ভালো একটি অ'ভিজ্ঞতা হবে আশা করি। আশা করছি সুষ্ঠু একটি নির্বাচন 'হতে যাচ্ছে।’
‘বুধবার রাতে মৌসুমীর বাসায় এ বি'ষয়ে মিটিং করেছি। চলচ্চিত্রের আলোকিত মুখ, স্টার, সুপারস্টার যারা তারা প্রত্যেকেই আমা'দের দুজনকে সমর'্থন দিয়েছেন।’-বলছিলেন ডি এ তায়েব।
উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে।
কিন্তু নানা কারণে এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আগামী ৩ অক্টোবর বিকেল ৫টায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৫ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। একইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।
Leave a Reply