২০০ দিনেও খোঁজ মেলেনি বুবলির’ বৃহস্পতিবার এই শিরো'নামে খবর প্রকাশের পর নতুন করে
আলোচনায় আসেন ঢাকাই সিনেমা’র নায়িকা শবনম বুবলি। তিনি ঠিক কোথায় আছেন,
তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে ‘বসগিরি’ চলচ্চিত্রের প্রযোজক টপি খান জানালেন, এই নায়িকা বর্তমানে ঢাকাতেই আছেন।
টপি খান বলেন, করো’নাকালে তো বুবিল বাইরে ঘোরাঘুরি করবেন না। আমা’র স'ঙ্গে মাঝখানে যোগাযোগ হয়েছিল, তাকে নক দিয়েছিলাম।
তখন কথাও হয়েছে। তিনি জানিয়েছেন ঢাকাতেই অবস্থান করছেন। করো’নার পরিস্থিতি ভালো হলে হয়তো আবারো ফিরবেন সবার মাঝে।
বুবলি শেষ বার জনসমক্ষে আসেন গত ১২ ফেব্রুয়ারি। রাজধানীর এক রেস্তোরাঁয় ক্যাসিনো ছবির গানের শুটিংয়ে শেষবার অংশ নিয়েছিলেন শবনম বুবলী।
এর পর থেকে তিনি কোথায় আছেন কেউ সঠিকভাবে জানেন না। প্রায় ২০০ দিনেও ধ’রা দিলেন না এই অ’ভিনেত্রী। এমনকি ফের তাকে কবে দেখা যাব'ে তাও জানা যায়নি।
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের স'ঙ্গে ২০১৬ সালে পর পর দুইটি ছবিতে অ’ভিনয় করে আলোচনায় আসেন সংবাদ পাঠিকা শবনম বুবলি। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক এই সুপারস্টারের স'ঙ্গে জুটি বেঁধে অ’ভিনয় করতে থাকেন বুবলি।
শবনম বুবলি
শাকিব খান-অ’পু বিশ্বা’স জুটির পর এই জুটি পর্দায় নিয়মিত হয়ে ওঠেন। এক পর্যায়ে দু’জনের প্রে’ম ও বিয়ের গু'ঞ্জনও শোনা যায়।
কিছু দিন আগে আবার বুবলির অন্তঃস'ত্ত্বা হওয়ার খবরও ছড়িয়ে পড়ে চারদিকে। আর এজন্যই নাকি আড়ালে আছেন এই নায়িকা!
তবে এ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি বুবলি। তবে টপি খান বি'ষয়টি কিছুটা স্পষ্ট করলেও, এখনো ধোঁয়াশা কাটছে না।
এদিকে একটি সূত্র বলছে, শাকিবের নতুন কোনো সিনেমাতেই দেখা যাব'ে না বুবলিকে! তবে এই জুটি ভেঙে যাওয়ার কারণ স্পষ্ট নয়। সুতরাং খবরের আড়ালে আরো অনেক খবর অ’পেক্ষা করছে তা বলার অ’পেক্ষা রাখে না।
Leave a Reply