শিল্পা শেট্টি নব্বইয়ের দশকের অন্যতম প্রথম সারির অ’ভিনেত্রী। মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি।
পরবর্তীকালে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের ভক্তদের। বর্তমানে বড়পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে যাননি তিনি।
এই মুহূর্তে একাধিক রিয়্যালিটি শোতে বিচারক আসনে দেখা মেলে তার। অ’ভিনেত্রীকে যারা চেনেন তারা জানবেন,
একজন ভালো অ’ভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। শরীরচর্চা ও ফিটনেসের দিক দিয়েও কম চর্চায় থাকতে দেখা যায় না তাকে।
সম্প্রতি ‘ফিল্মি জ্ঞান’ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শিল্পা শেট্টির একটি ভিডিও শেয়ার করে নেওয়া হয়েছে,
যেখানে অ’ভিনেত্রীকে বোল্ড লুকে দেখা গিয়েছে। একটি স্লিভলেস, ডিপনেক, ব্যাকলেস ব্লাউজে ও লাল শাড়িতে দেখা গিয়েছে।
একটু অন্যরকমভাবেই শাড়িটি পরেছিলেন অ’ভিনেত্রী। নিজের সাজ পূরণ করার জন্য খোলা চুলে, হাইহিলে দেখা গিয়েছে অ’ভিনেত্রীকে।
এই পোশাকের সাথে সাথে হালকা অলংকারেও সেজে উঠেছিলেন তিনি। এদিন পাপারাজিৎদের ক্যামেরার সামনেই পোজ দেওয়ার আগে ব্লাউজ ঠিক করতে দেখা গিয়েছে তাকে।
তবে অ’ভিনেত্রীর এই লুক সোশ্যাল মিডিয়ার পাতায় নেটনাগরিকদের একাংশের মধ্যে ভাইরাল হওয়ার পর থেকেই কটাক্ষজনক মন্তব্যের শিকার ‘'হতে হয়েছে শিল্পা শেট্টিকে।
কেউ সরাসরি লিখেছেন, মেকাপ আর্টিস্ট অ’ভিনেত্রীর হাতে মেকাপ করতে ভুলে গিয়েছেন। আবার কেউ ক্যামেরার সামনে তার পোশাক ঠিক করা নিয়ে কথা
বলেছেন। তবে বেশিরভাগ নেটনাগরিকরাই তাকে দেখে মুগ্ধ হয়েছেন, তার বহিঃপ্রকাশও মিলেছে কমেন্টবক্সেই।
৪৬ বছর বয়সেও নিজেকে একেবারে ধরে রেখেছেন তিনি। ঘনঘন বড়পর্দায় দেখা না গেলেও দর্শকদের মাঝে নিজের সেই পুরনো জনপ্রিয়তা কায়েম রেখেছেন এখনো। বর্তমান যুগে দাঁড়িয়েও ফিটনেসের দিক দিয়ে আজও টেক্কা দেন
বর্তমানের অ’ভিনেত্রীদের। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি নিজেকে একেবারে ফিট রাখতে যোগাসনের সাহায্য নিয়ে থাকেন অ’ভিনেত্রী। আর সেই কারণবশত অ’ভিনেত্রীকে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায়।
Leave a Reply