বাংলা চলচিত্রের এক সময়ের দাপুটে অ’ভিনেত্রী ছিলেন পলি। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরো’নাম হলেন এই অ’ভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, সিনেমা ছেড়ে নায়িকা এখন ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
পলি বলেন, ‘বর্তমানে স্বামী-সন্তানের স’'ঙ্গে গু'’লশানে থাকছি। এগ্রো বিজনেস করছি। পোল্ট্রি ফিডের একটা কোম্পানি আছে আমা’দের।
ওই কোম্পানির ডিরেক্টর আমি। পাশাপাশি একটা বুটিক হাউজও পরিচালনা করছি।’
সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অ’ভিনেত্রী বিনোদন প্রে’মীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন
তাঁর মধ্যে শাবনূর অন্যতম। এই পর্যন্ত ভিন্নধ’র্মী চরিত্রে অ’ভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের খবরের শিরো’নাম হলেন এই বিউটি কুইন।
নতুন খবর হচ্ছে, শাবনূর বলেন, একবার কক্সবাজারে শুটিং করছিলাম। শুটিং শেষ। পরিচালক ক্যামেরা ক্লোজ করেছেন। সবাই মিলে হইহুল্লোর করছি।
তখন অনেক রাত। সালমানের মনে হলো বারবিকিউ করবে। ইউনিটের সবাইকে নিয়ে বারবিকিউ করতে চলে গেল সৈকতে।
রাতে মশাল জ্বা'’লিয়ে আম’রা একস’'ঙ্গে বারবিকিউ করলাম। স্মৃ’তিগু'’লো এখন জ্বলজ্বল করে মনের ভেতর।
Leave a Reply