বলিউডের সুখী দম্পতি অজয় দেবগন ও কাজলের সংসার ভালোবাসায় ভরিয়ে রেখেছে তাদের দুই সন্তান।
দুই মেয়ের মধ্যে বড় মেয়ে নিশা প্রায় সময়েই আলোচনায় থাকেন। নানা সময় এই দম্পতি মেয়েদের
নিয়ে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। নিশা শ্যামলা বরণ হওয়ায় তাকে নিয়ে নানান সময় ট্রল করে নিন্দুকেরা।
আবারও ট্রলের শিকার হয়েছেন নিশা। এবার ঠিক উল্টো কারণে তাকে নিয়ে বইছে সমালোচনার ঝড়।
সম্প্রতি তার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। আর এখানে নিশাকে আগের থেকে বেশ ফর্সা দেখাচ্ছে।
হঠাৎ কীভাবে তার গায়ের রং পাল্টে গেলো? এমন প্রশ্ন তুলে তাকে খোঁচা দিচ্ছে লোকে। এপ্রিল মাসেই ১৬ বছর হয়েছে নিশার।
তারকার মেয়ে হওয়াতে বিড়ম্বনা তার পিছু ঘোরে সব সময়। কখনও তার রূপ, কখনো পোশাক নিয়ে কটাক্ষ করা হয়।
এবার গায়ের রং ফর্সা করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গেল। বড় মেয়েকে অবশ্য খুব মিস করেন দুই তারকা।
নিশা এখন সি'ঙ্গাপুরে। পড়াশোনার জন্যই বাবা-মাকে ছেড়ে বিদেশে থাকতে হয় তাকে।
মেয়ের জন্য সি'ঙ্গাপুরে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অজয় ও কাজল। পড়াশোনার জন্য নিশা দুই বছর ধরে সি'ঙ্গাপুরে বাস করছে।
এক সময় অজয় নিশাকে নিয়ে দুশ্চিন্তা করতেন, এখন সেই চিন্তা কমেছে কিছুটা। অজয় বলেন, ‘নিশা বড় হচ্ছে। নিন্দুকের বুলি কীভাবে এড়িয়ে যেতে হয় সেটা শিখে গেছেন সে।’
বাংলাদেশের সিনেমায় সানি লিওন, শুটিং সেপ্টেম্বরে !
বাংলাদেশের সিনেমায় অ'ভিনয় করবেন বলিউড অ'ভিনেত্রী সানি লিওন। এমন খবর বছর দুই আগে চাউর হয়েছিলো। জানা গিয়েছিল শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত একটি ছবিতে শাকিব খানের স'ঙ্গে আইটেম গানে পারফর্ম করবেন সানি।
সেই আইটেম গানের খবর আর পাওয়া যায়নি। এবার জানা গেল, ‘বিক্ষোভ’ সিনেমায় চুক্তিব'দ্ধ হয়েছেন বলিউড অ'ভিনেত্রী সানি লিওন। সিনেমাটিতে একটি আইটেম গানে মুম্বাইয়ের রাহুল দেবের স'ঙ্গে নাচবেন এই বলিউড অ'ভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রনি। তিনি বলেন, ‘আজ বিকালে সানি লিওনের স'ঙ্গে আমা'দের চুক্তি সম্পাদিত হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইয়ে আইটেম গানটির শুটিং হবে। গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন। সব কিছু ঠিক থাকলে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় দেখা যাব'ে সানিকে। সেকারণে আমর'া বেশ উত্তেজিত।’
এদিকে এরই মধ্যে সিনেমাটিতে চুক্তিব'দ্ধ হয়েছেন কলকাতার অ'ভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেমাটি প্রযোজনা করবে স্প্ল্যাশ মিডিয়া। এর কর্ণধার শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা পিংকি খান। এই সিনেমা দিয়ে প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশি সিনেমাতে দেখা মিলবে শ্রাবন্তীর। তবে তার বিপরীতে কে থাকবেন সেটি এখনো নিশ্চিত নয়।
প্রযোজনা সূত্রে জানা গেছে আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় এই সিনেমা'র মহরত হবে। সেদিন থেকেই সিনেমাটি শুটিংও শুরু হওয়ার কথা আছে।
Leave a Reply