জায়েদ খান ও ওমর' সানির ঘটনায় কয়েকদিন ধরে উত্তাল চলচ্চিত্রপাড়া।
বাংলাদেশ শিল্পী সমিতিতে লিখিত অ'ভিযোগ করেছেন ওমর' সানি। সেখানে তিনি জায়েদের বিরু'দ্ধে সংসার ভাঙা ও তাকে হ'ত্যার হু’মকির অ'ভিযোগ আনেন।
আবার এক অডিও বার্তায় মৌসুমী দাবি করেন, জায়েদ খান ভালো ছেলে। তার ছোট ভাইয়ের মতো। ওমর' সানি যেসব অ'ভিযোগ করেছেন তা সত্যি নয়।
39404142
এসব নিয়ে চলচ্চিত্রপাড়ায় ঝামেলা-উত্তেজনা চলছেই। এর মাঝখানে ছড়িয়েছে একটি ভুল তথ্য। সেটি হলো আবারও নাকি বাবা-মা 'হতে যাচ্ছেন সানি-মৌসুমী।
কোনো এক সাংবাদিকের স'ঙ্গে অ'ভিনেতা ওমর' সানির একটি কল রেকর্ড ফাঁ'স হয়েছে। সেখানে ওমর' সানিকে বলতে শোনা যায়,
‘আমা'দের ফুটফুটে দুটি সন্তান আছে। আরও একটি সন্তান আসছে ইনশাল্লাহ। আমা'দের সুখের সংসার। আমি আল্লাহকে হাজির-নাজির সাক্ষি রেখে কথাগু'লো বলছি…।’
43444546
মৌসুমী-ওমর' সানি ও জায়েদ ইস্যুতে সোমবার (১৩ জুন) কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওই কল রেকর্ডের সূত্র ধরে বলা হচ্ছে, ওমর' সানি-মৌসুমীর সংসারে আসছে নতুন অতিথি। তবে ওমর' সানি এই তথ্যকে ভুয়া বলে দাবি করেছেন।
474849501
তিনি বলেন, ‘বি'ষয়টি পুরোই গু'জব। আমা'র কথাকে এডিট করা হয়েছে। মাঝের কিছু কথা ফেলে দিয়ে এডিট করে কথাটা ওভাবে ছড়ানো হচ্ছে।
এগু'লো তো ঠিক না। যারা এটা করছেন তারা কেনো করছেন তারাই ভালো বলতে পারবেন। অনেক গণমাধ্যমকর্মীদের স'ঙ্গে কাল কথা হয়েছে। কে বা কারা' এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানিনা।’
এদিকে জায়েদ খানের বিরু'দ্ধে ওমর' সানীর আনা অ'ভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়কা মৌসুমী। তবে জায়েদ খানের বিরু'দ্ধে শিল্পী সমিতিতে যে অ'ভিযোগ ওমর' সানি করেছেন তাতে অটল থাকার কথা জানিয়েছেন তিনি।
2021 122 1
Leave a Reply