শাকিব খান চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম তারকা। অন্যদিকে
‘ইতিহাস’খ্যাত নায়ক কাজী মা'রুফ একটা সময় সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করলেও এখন আমেরিকায় স্থায়ী হয়েছেন।
গত বছর আমেরিকা গিয়েছেন শাকিব খানও। এই দুই জনপ্রিয় নায়কের দেশে থাকা অবস্থায় খুব একটা দেখা 'হতো না।
কিন্তু মা'র্কিনমুল্লুকে তাদের নিয়মিত দেখা হয়, আড্ডা হয়। এমনটাই জানান কাজী মা'রুফ।
15 116171819
আমেরিকা থাকার সুবাদে শাকিব ও মা'রুফের প্রায়ই দেখা হচ্ছে, কথা হচ্ছে। নিয়মিত নানান আড্ডায়, হাসি-আনন্দে মুখর হচ্ছেন তারা।
এভাবে বন্ধুত্বেও জড়িয়েছেন এই দুই নায়ক। মা'রুফ বলেন, ‘বাংলাদেশে থাকতে শাকিব খানের স'ঙ্গে আমা'র খুব একটা দেখা হয়নি।
সবশেষ ৮ বছর আগে জাজ মাল্টিমিডিয়ার একটা আয়োজনে দেখা হয়েছিল।
11121314 1
তবে সে আমেরিকায় আসায় গত কমাসে আমা'দের অনেকবার দেখা হয়েছে, আড্ডা হয়েছে। পৃথিবীর নানান বি'ষয় উঠে আসছে আমা'দের আড্ডায়।
এভাবে আমা'দের মধ্যে দারুণ একটা বন্ধুত্বও তৈরি হয়েছে। সময়টা দুজনই উপভোগ করছি।’
আমেরিকায় গিয়ে বন্ধু হলেন শাকিব খান ও কাজী মা'রুফ
23456
কাজী মা'রুফ ২০১৫ সাল থেকে আমেরিকা যাওয়া-আসার মধ্যে আছেন। ২০১৯ সালে দেশটির গ্রিন কার্ড পান তিনি। আপাতত সেখানেই স্থায়ী হয়েছেন। সেখানে থেকে ‘গ্রিন কার্ড’ নামে একটি সিনেমাও বানিয়েছেন।
অন্যদিকে শাকিব খান গত বছরের নভেম্বর থেকে আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন। দেশটির নাগরিকত্বের আবেদনও করেছেন। নিউ ইয়র্কে থেকে তিনিও নতুন সিনেমা'র ঘোষণা দিয়েছেন।
2021 122 12324 12526
Leave a Reply