ঢাকার ধামর'’াই পৌরসভার লাকুরিয়াপাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রী ধ’র্ষ’ণের ঘটনায় মো. নবীনুর রহমান নবীন (২০) নামে এক তরুণকে গ্রে'’’ফ’তার করেছে পু’লিশ।
রোববার রাতে পৌরসভার লাকুরিয়াপাড়ায় অ’ভি’যান চালিয়ে মো. হান্নানের বাড়ি থেকে ওই যুবককে গ্রে'’’ফ’তার করা হয়।
যুবক নবীনুর রহমান নবীনের বাড়ি মানিকগঞ্জ জে’লার সাটুরিয়া উপজে’লার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ী এলাকায়।
সে ওই এলাকার মোহা’ম্ম’দ আলীর ছেলে। ধামর'’াই পৌরশহরে লাকুরিয়াপাড়া মহল্লার ভাড়াটিয়া।
ভুক্তভোগী পরিবার ও পু’লিশ সূত্রে জানা যায়, ধ’র্ষ’ণের শিকার ওই স্কুলছাত্রীর মা ধামর'’াই মুনিয়া পোশাক কারখানায় চাকরি করেন এবং
বাবা বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে মেয়েকে বাসায় একা রেখে মা-বাবা কর্মস্থলে যান। এ সুযোগে নবীন দুপুর ৩টার দিকে ওই স্কুলছাত্রীর রুমে গিয়ে একা পেয়ে জোরপূর্বক ধ’র্ষ’ণ করে।
এতে ওই স্কুলছাত্রী গু'’রুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধ’র্ষক পালিয়ে যায়।
পরে ধামর'’াই থানায় গিয়ে ধ’র্ষি’তা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মা’মলা দায়ের করেন। এরপর অ’ভিযান চালিয়ে নবীনকে গ্রে'’ফতার করে পু’লিশ। ওই স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বি’ষয়ে ওই ছাত্রীর বাবা বলেন, আমা’র মেয়েকে এমন সর্বনাশ করল। আমি ধ’র্ষ’ক নবীনুরের শাস্তি চাই। এ বি’ষয়ে ধামর'’াই থানার এসআই মো. আশরাফ ইসলাম বলেন, পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ’র্ষ’ণের ঘটনায় অ’ভিযান চালিয়ে নবীনকে গ্রে'’ফতার করা হয়। সোমবার তাকে আ’দালতে প্রেরণ করা হবে।
Leave a Reply