দুইদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ফলে বিভিন্ন এলাকায় ও সড়কে জলাব'দ্ধতার সৃষ্টি হয়েছে। কিছু সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এই চিত্রের দেখা মিলেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির উত্তরার বাসার সামনেও। সেই কথা ফেসবুক লাইভে তুলে ধরেছেন এই নায়িকা।
মাহি বলেন, ‘আমা'দের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমা'র পানিতে হাঁটতে মন চাচ্ছে।’ এ সময় নায়িকার পাশ থেকে তার স্বামী রাকিব সরকারকে বলতে শোনা যায়,
‘কারও কারও দুর্ভোগ, কারও কারও উৎসব।’ তার মন্তব্যের প্রস'ঙ্গ টেনে মাহি বলেন, ‘না, উৎসব না। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন দেখতাম এমন বৃষ্টি আর পানি, তখন ইচ্ছা করেই পানিতে পড়ে যেতাম।’
নায়িকা আরও যোগ করেন, ‘এটার (রাস্তায় জমে থাকা পানি) মধ্যে দিয়ে আমা'র হাঁটতে মন চাচ্ছে। আমি জীবনেও এত পানি দেখিনি।’ স'ঙ্গে স'ঙ্গেই তার স্বামী বলে ওঠেন, ‘তোমাকে চুবানি দিবো।’ এ সময় রাস্তায় জমা থাকা বৃষ্টির পানিতে মানুষের দুর্ভোগের চিত্রও তুলে ধরেন মাহি।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ
Leave a Reply