কাণ্ড দেখু'ন! শেষমেশ পাকিস্তানের রেস্তরাঁয় পুরুষদের খেতে ডাকছেন আলিয়া ভাট! (Alia Bhat) তাও আবার ‘গ'ঙ্গু'বাই’ স্টাইলে। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ার মতোই একটা ঘটনা। কারণ, বলিউড অ'ভিনেত্রী আলিয়া হঠাৎ পাকিস্তানে কী করছেন?
কাণ্ডটা একটু বিশদে বলা যাক। করাচির একটি রেস্তরাঁর বিজ্ঞাপনে ব্যবহার হয়েছে আলিয়া ভাটের ‘গ'ঙ্গু'বাই কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) ছবির পোস্টার। যেখানে দেখা গিয়েছে, হাতের ইশারায় ‘গ'ঙ্গু'বাই’ আলিয়া ভাট পুরুষদের কাছে ডাকছেন।
[আরও পড়ুন: অ'ভিনয় ও নাচের পর এবার গানের জগতে মনামী! আসছে মিউজিক ভিডিও ‘ভিটামিন এম’]
এই রেস্তরাঁয় পুরুষদের জন্য
বিশাল এক ছাড় দেওয়া হচ্ছে। আর পুরুষদের আকর্ষণ করতেই এটি ব্যবহার করা হয়েছে। রেস্তরাঁর এই বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল শোরগোল।
সমালোচনার মুখেও পড়েছে এই রেস্তরাঁ। অনেকের দাবি, আলিয়া ভাটের ছবি ব্যবহার করে মহিলাদেরকে অসম্মান করা হয়েছে। তবে এই বিতর্কের জবাবও দিয়েছেন রেস্তরাঁ।
রেস্তরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, এটাকে নিয়ে এত আলোচনার কি হয়েছে, সিনেমায় দেখানো যায়, রেস্তরাঁয় ব্যবহার হলেই অসুবিধা! স'ঙ্গে রেস্তরাঁর তরফ থেকে আরও জানানো হয়েছে,
এই বিজ্ঞাপন শুধুমাত্র একটা কনসেপ্ট। কারও ভাবাবেগে আঘা'ত দেওয়ার জন্য করা হয়নি। আমা'দের রেস্তরাঁ সবার জন্য খোলা রয়েছে। আমর'া কোনও ধরনের বৈষম্যকে প্রশয় দিই না।
তবে এতেও বিতর্ক থামেনি। পাকিস্তানের সংবাদমাধ্যমে এই নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রায় প্রত্যেকটিতেই তুলোধনা করা হয়েছে এই রেস্তরাঁকেই।
[আরও পড়ুন: ‘পুষ্পা ২’ ছবির গল্পে বড়সড় বদল! আল্লু অর্জুনকে কোন রূপে এবার দেখবে দর্শক?]
Leave a Reply