ছোটপর্দায় শেষ ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়াল। এবার রোজগারের নতুন পথে পা বাড়ালেন ধা'রাবাহিকের নায়িকা দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। খুলে ফেললেন ফিটনেস স্টুডিও। হ্যাঁ, এবার স্বাস্থ্য ভাল রাখার উপায় বাতলে দেবেন বাংলা টেলিভিশনের অ'ভিনেত্রী এবং তাঁর স'ঙ্গীরা।
Dipanwita-Rakshit-1
২০২১ সালের পয়লা নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয় ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery)। ধা'রাবাহিকে নাম ভূমিকায় অ'ভিনয় করেন দীপান্বিতা।
গরিব পরিবারের মেয়ে খুকুমণি ভাল রান্না করতে পারে। সেই খাবার হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেয় মানুষের বাড়িতে। এভাবেই রোজগার করে সে। আর এই কাজ করতে গিয়েই খুকুমণির
দেখা হয় বিহানের স'ঙ্গে। ঘটনাচক্রে মানসিক ভারসাম্যহীন বিহানের (রাহুল মজুম'দার) স'ঙ্গে খুকুমণির বিয়ে হয়। তারপর থেকে নানা ঘটনা ঘটতে থাকে।
Khukumoni-Home-Delivery
[আরও পড়ুন: হলিউড সিনেমাকে পিছনে ফেলল দক্ষিণী ছবি, ২০২২ সালে বিশ্বসেরা ১০ ছবির তালিকার শীর্ষে RRR]
গত পয়লা মে ‘খুকুমণি হোম
ডেলিভারি’র শেষ পর্ব স্টার জলসায় সম্প্রচারিত হয়েছে। ধা'রাবাহিকের হিন্দি রিমেকও তৈরি হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘বান্নি চাও হোম ডেলিভারি’ (
Banni Chow Home Delivery)। এদিকে দীপান্বিতা ফিটনেস স্টুডিও খুলে ফেলেছেন। আগামী ৩০ জুন এই ফিটনেস স্টুডিওর উদ্বোধন হবে। যেখানে জিম করার যাব'তীয় সরঞ্জাম থাকবে। এর পাশাপাশি থাকবে জুম্বা, যোগাভ্যাসের সুবিধা। অ'ভিজ্ঞ প্র'শিক্ষকের মাধ্যমে প্র'শিক্ষণ দেওয়া হবে।
‘খুকুমণি হোম ডেলিভারি’ বন্ধ হওয়ার পর নতুন সিরিয়ালে অ'ভিনয়ের অফার পেয়েছিলেন দীপান্বিতা। কিন্তু করেননি। কারণ তিনি একটি চ্যানেলের স'ঙ্গে চুক্তিব'দ্ধ।
তাই অন্য চ্যানেলের ধা'রাবাহিকে অ'ভিনয় করতে পারবেন না। আর শুধুমাত্র অ'ভিনয়েই নিজেকে সীমাব'দ্ধ রাখতে চান না দীপান্বিতা। তাই বন্ধুর স'ঙ্গে মিলে এই ফিটনেস স্টুডিও খুলেছেন।
Leave a Reply